বাংলারজমিন

শ্রীমঙ্গলে লাশবাহী গাড়িতে চাঁদা দাবি পুলিশের বিভাগীয় তদন্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১৮ জুন ২০১৯, মঙ্গলবার, ৯:৪৭ পূর্বাহ্ন

 শ্রীমঙ্গলে লাশবাহী গাড়ি আটকিয়ে পুলিশের অর্থ দাবি ও ড্রাইভারকে মারধরের ঘটনায় হাইওয়ে পুলিশের বিভাগীয় তদন্ত অনুষ্ঠিত হয়েছে। গত  রোববার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের রুমে গাজীপুর রিজিওনের হাইওয়ে পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার ভুক্তভোগী পিকআপ ড্রাইভার শাকিবুল ইসলাম শাকিলকে গত শনিবারের ঘটনা নিয়ে একান্তে জিজ্ঞাসাবাদ করেন। পরে সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে আলাদা কথা বলেন। আনুষ্ঠানিক কোনো কথা না বললেও তিনি সাক্ষ্যগ্রহণ শেষে থানা থেকে বের হবার প্রাক্কালে সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সাক্ষ্যগ্রহণ ও তদন্ত করেছি। বিষয়টি আরো যাচাই বাছাইয়ের পর একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেব। এ বিষয়ে সংশ্লিষ্ট জোনের এসপি ও ডিআইজি স্যার চূড়ান্ত  সিদ্ধান্ত দেবেন। এদিকে রোববার রাতে শহরের ভানুগাছ রোডস্থ ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান পিকআপ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রীমঙ্গল উপজেলার শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের অংশগ্রহণে এক অনির্ধারিত জরুরি যৌথ সভায় মিলিত হন। সভায় তারা এই তদন্ত কাজের প্রতি অসন্তোষ জানিয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নান্নু মণ্ডলকে অবিলম্বে প্রত্যাহার করার জন্য হাইওয়ে পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার  সময় বেঁধে শহরে রাত ৮টায় মাইকিং করে আল্টিমেটাম দেন। শ্রমিক নেতৃবৃন্দ এই সময়ের মধ্যে দাবী মেনে নেয়া না হলে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্ট কর্মবিরতি পালনের কর্মসূচির ঘোষণা দেন। এরপরই রাত ১১টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুস ছালেকের নেতৃত্বে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে শ্রীমঙ্গল থানায় বৈঠকে বসেন। বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করা পুলিশের বিভাগীয় তদন্ত রিপোর্ট আগামী ১৯শে জুনের মধ্যে পেশ করার পর এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। এরপর শ্রমিক কর্মবিরতি স্থগিত করে শহরে পুনরায় মাইকিং করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status