ইংল্যান্ড থেকে

‘মাশরাফিদের উপর বিশ্বাস রাখতে হবে’

ইশতিয়াক পারভেজ, টনটন থেকে

১৭ জুন ২০১৯, সোমবার, ৪:১৫ পূর্বাহ্ন

ব্যাতিক্রম হয়নি টনটনেও, প্রায় এক বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলেন এখনকার প্রবাসী বাংলাদেশিরা। তাই সকাল থেকে তারা পরিবার পরিজন নিয়ে সমারসেট স্টেডিয়ামে হাজির। পরিবার নিয়ে আসা সিলেটের সোলাইমান শেখ ও নোয়াখালির মানাফ হাসেম বললেন, ‘আজ মনে হচ্ছে ঈদের দিনের মতো। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গোসল করে সাবাইকে নিয়ে বেরিয়েছি। এখানে ৩০ বছর ধরে আছি কোনো দিন জাতীয় দলকে এই মাঠে  খেলতে দেখিনি। তাই এক বছর আগেই টিকিট কেটে রেখেছিলাম। আজ মনে হচ্ছে বাংলাদেশেই আছি।’ হ্যা, ইংল্যান্ডে মাশরাফিরা একটি ম্যাচও নিজেদের একা ভাবতে পারেনি। ভাবতে দেয়নি দেশের ক্রিকেট পাগল মানুষগুলো। প্রতিটি ম্যাচের মত এদিন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিও হাজির মাঠে। ঢুকতে ঢুকতেই জানিয়ে গেলেন তার প্রত্যাশার কথা। তিনি বলেন, ‘আমরা এখনো সঠিক পথেই আছি। বিশ্বাস রাখতে হবে মাশরাফির দলের উপর। তারাই কিন্তু বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তাই সবার প্রতি আবার আবেদন হারজিত থাকবেই। কিন্তু ভেঙে পড়লে চলবে না।

অন্যদিকে টসে জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ দল। সিদ্ধান্ত নিয়ে যদিও নানা জনে আছে নানা মত। তবে প্রথম ৫ ওভারে দূর্দান্ত বোলিং করে অধিনায়কের সিদ্ধান্তের সম্মান রেখেছেন টাইগার বোলাররা। ৬ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ১৮ রান। ১৩ বলে ০ রানেই ফিরে গেছেন ক্রিস গেইল। তাকে ফিরিয়েছেন তরুণ পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status