বাংলাদেশ কর্নার

পার্থক্য গড়ে দিতে পারেন যারা

স্পোর্টস ডেস্ক

১৭ জুন ২০১৯, সোমবার, ১০:১০ পূর্বাহ্ন

সাকিব আল হাসান
আসরে চতুর্থ সর্বাধিক ২৬০ রান সাকিব আল হাসানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান ও ১ উইকেট নিয়ে দলকে জেতান, নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন। এরপর ২ উইকেট নিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হতাশার দিনে ১২১ রান করেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিং রেকর্ড বেশ ভালো। ১৭ ম্যাচে ৪৫.৯২ গড়ে করেছেন ৫৯৭ রান। পাশাপাশি উইকেট নিয়েছেন ১৬টি। তুখোড় ফর্মে থাকা সাকিবের দিকে আজ তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ।

মুশফিকুর রহীম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় ৪৭ গড়ে রান করেছেন মুশফিকুর রহীম। ২৫ ম্যাচে ৭টি ফিফটি রয়েছে তার। বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচে ১৪১ রান করেছেন মুশফিক। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন বড় সংগ্রহ। মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকের একটি দায়িত্বশীল ইনিংস বাংলাদেশের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে আজ।

মোস্তাফিজুর রহমান
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন। তবে গত দুই ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি মোস্তাফিজুর রহমান। আর তার কাছ থেকে সেরাটা চাইবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বরাবরই দারুণ বোলিং করেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর।  ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে ৩ ম্যাচে এখন পর্যন্ত ৪ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।

শেই হোপ
৯ ম্যাচে ৬৬২ রান। গড় ৯৪.৫৭! অপরাজিত দু’বার। সর্বোচ্চ ১৪৬*। বাংলাদেশের বিপক্ষে ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান শেই হোপের ব্যাটিং পরিসংখ্যান। আয়ারল্যান্ডের মাটিতে গত ত্রিদেশীয় সিরিজে বাংলদেশি বোলারদের বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছেন হোপ। ওই সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। বিশ্বকাপে এখানো সেরা ছন্দে দেখা যায়নি হোপকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৮ রানই সর্বোচ্চ। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে আজ জ্বলে উঠতে পারেন হোপ। ক্যারিয়ারের ৬ সেঞ্চুরির ৩টিই তিনি পেয়েছেন এই বাংলাদেশের বিপক্ষে।

শেলডন কটরেল
বাংলাদেশের বিপক্ষে এর আগে ৩ ওয়ানডে খেলে মাত্র ১ উইকেট পেয়েছেন শেলডন কটরেল। তবে বিশ্বকাপে বেশ ছন্দে আছেন ডানহাতি এ পেসার। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন কটরেল। এরমধ্যে ৪ উইকেটই ওপেনারদের। বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল-সৌম্য সরকারের জন্য যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status