ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

আফগানিস্তান ইংল্যান্ডকে হারাবে, যদি...

স্পোর্টস ডেস্ক

১৭ জুন ২০১৯, সোমবার, ১০:০৭ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি আফগানিস্তান। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। আর আফগান ব্যাটসম্যান হাশমতুল্লাহ শহীদি জায়ান্ট বধের স্বপ্ন দেখছেন। তবে সেজন্য ভালো ব্যাটিং গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। গতকাল হাশমতুল্লাহ বলেন, ‘যদি আমরা ভালো ক্রিকেট খেলি তবে যে কোনো দলকেই হারাতে পারবো। কিন্তু ওটা নির্ভর করছে ব্যাটিংয়ের ওপর।’
ব্যাটিংটা একদম ভালো হচ্ছে আফগানিস্তানের। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ রানের ওপেনিং জুটির পর ধস নামে তাদের ব্যাটিংয়ে। এরপর মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায় গুলবাদিন নায়েবের দল। সহজ লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা। আগের ম্যাচগুলোতেও একই চিত্র দেখা গেছে। কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৩৪ রান তুলেছিল তারা। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৫২ রানে গুটিয়ে ম্যাচটা হেরে যায় আফগানরা। আর টন্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানের ওপেনিং জুটির পর আফগানিস্তান অলআউট হয় ১৭২ রানে। শহীদি বলেন, ‘আমরা ভালো শুরুর পরও বড় দলীয় ইনিংস খেলতে পারছিল না। কারণ, দু-চার ওভারে ব্যবধানে আমরা ৩-৪ উইকেট হারিয়ে ফেলছি। এটাই আমাদের পরাজয়ের আসল কারণ।’ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভালো ব্যাটিং দেখতে চান শহীদি। নিজেদের পরিকল্পনা নিয়ে বলেন, আমাদের ৩০-৩৫ ওভার পর্যন্ত উইকেট ধরে রাখতে হবে। আমাদের হাতে এখনো পাঁচটি ম্যাচ বাকি আছে। কিছু অর্জনের জন্য আমরা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status