বাংলারজমিন

সিলেটের বন্দরবাজার মহাজনপট্টি-কালীঘাটে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৭ জুন ২০১৯, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘হেলদি সিটি’ ‘স্মার্ট সিটি’ ও পর্যটন সিটি হিসেবে সিলেট নগরকে সাজাতে যা যা করা দরকার তার সবকিছুই করবে সিটি করপোরেশন। প্রয়োজনে জীবনবাজি রেখে নগরবাসীকে দেয়া ওয়াদা পূর্ণ করবেন তিনি। রোববার নগরীর বন্দরবাজার মহাজনপট্টি ও কালীঘাট এলাকায় রাস্তায় অবৈধ পার্কিং ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তিনি বলেন, এ কাজে নগরের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসা প্রয়োজন। এর আগে রোববার বেলা ১২টায় নগর ভবন থেকে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে অভিযানে নামেন মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর  বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকায়  এ অভিযান চালানো হয়। অভিযানে এসব এলাকার রাস্তার দুই পাশ ও ফুটপাথ দখল করে স্থাপনা তৈরি করে ব্যবসা করার অভিযোগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিপুল পরিমাণ মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।

 অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ইলিয়াছুর রহমান, আব্দুল মুহিত জাবেদ, এসএম শওকত আমীন তৌহিদ, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status