বাংলারজমিন

রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

১৫ জুন ২০১৯, শনিবার, ৯:১০ পূর্বাহ্ন

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দু’টি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কাপ্তাই উপজেলাস্থ কর্ণফুলী নদীর পানিতে তলিয়ে যাওয়ার ১৬ ঘণ্টা পর হামেদ হাসানের লাশ শুক্রবার সকালে ভেসে উঠলে সেটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে তার ভাগিনা আনোয়ারুল আরেফিন অনুর (১৯) মরদেহ উদ্ধার করে নৌ বাহিনীর ডুবুরী দল। কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা সূত্রে জানা যায়, কাপ্তাইয়ের শিলছড়িস্থ বাংলাদেশ টিম্বার এন্ড ফ্লাইউডের (২য় ইউনিট) মহা ব্যবস্থাপকের নিকটাত্মীয় চট্টগ্রামের হালি শহরের খান বাড়ির আরিফ খান বৃহস্পতিবার সপরিবারে কাপ্তাই ঘুরতে আসেন। পরে বিকেলে তার  ছেলে আনোয়ারুল আরেফিন অনু (১৯) ও চট্টগ্রামের চকবাজারের বাদুরতলার মো. কায়কোবাদের ছেলে হামেদ হাসান (৩০) গোসল করতে কর্ণফুলীতে  নেমে তলীয়ে যায়। তলিয়ে যাওয়া দুই জনেই সম্পর্কে মামা-ভাগিনা। স্থানীয়রা কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর ডুবুরির দলকে খবর দিলে, কাপ্তাই  নৌবাহিনীর ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৪’টার সময় ভাগিনা আনোয়ারুল আরেফিন অনুর মরদেহ উদ্ধার করে।
 অন্যদিকে, কাপ্তাইয়ের চিৎমরমের মুসলিমপাড়া এলাকায় দুপুর ১টার সময়  বৈদ্যুতিক খুঁটিতে ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায় মো. ইকবাল হোসেন কালু (১৬)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status