বাংলাদেশ কর্নার

বিশ্রামে সাকিব-তামিমরা

ইশতিয়াক পারভেজ, টনটন থেকে

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১০:৩৫ পূর্বাহ্ন

গতকাল দুপুরেই নতুন শহরের পৌঁছেছে বাংলাদেশ দল। ওহ! বলে রাখা ভাল দল বলতে কিন্তু সবাই নয়। ক্রিকেটারদেরকে দেয়া হয়েছে দু’দিনের ছুটি। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস ও মোহাম্মদ মিঠুন আসেনি ব্রিস্টল থেকে টনটনে। বাকিরা আসলেও সময় কাটিয়েছেন যে যার মত। টাইগারা যখন  সেখানে গেছে, তখন তাদের হোটেল থেকে কিছুটা দূরেই সমারস্টে টনটন কউন্টি স্টেডিয়ামে চলছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের লড়াই। বিকেলে টিম হোটেলে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন নামলেন। সঙ্গে নামলেন রুবেল হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার। ছুটির বিষয়টা বেশ পরিষ্কার করেই জানালেন ম্যানেজার। কারণ দারুণ শুরুর পর যেভাবে দলকে হতাশা গ্রাস করেছে তা কাটাতে বিকল্প খোঁজা কঠিন। তাই টাইগারদের জাগিয়ে তুলতেই ‘ছুটি’।

তিনি বলেন, ‘হতাশ তো অবশ্যই। খেলাটা হলে ভাল হতো। জিতা হারা তো পরের কথা অবশ্যই। আমরা সব খেলা জেতার জন্য এখানে এসেছি। নির্দিষ্ট কোন ম্যাচকে লক্ষ্য করে আসিনি। প্রতিটি দলই কঠিন। সহজ কোনটিই না। যেটা শেষ হয়ে গেছে সেটা শেষ, শ্রীলঙ্কার সঙ্গে ১ পয়েন্ট পেয়েছি এটা শেষ। সামনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা ১৭ তারিখে। অনুশীলনে দু’দিন বিশ্রাম আছে। ১৪ তারিখ থেকে অনুশীলন। আশা করি ভাল করব।’
 
১৭ই জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমারস্টে কাউন্টি ক্লাবের মাঠে নামবে বাংলাদেশ  দল। গতকাল সেই মাঠে খেলা চালায় দলের কেউই সেখানে যেতে পারেননি। এখানে আগে কখনো খেলেনি বাংলাদেশ দল। তাই অপরিচিত মাঠ বলার অপেক্ষা রাখে না। ভেন্যু নিয়ে ম্যানেজার সুজন বলেন, ‘না, আগে বাংলাদেশ দল এখানে খেলতে আসেনি। আমিও আসিনি এই মাঠে। না, এখনো মাঠে যাওয়া হয়নি। যতটা জানি ছোট মাঠ। কিন্তু  তারপরেও আমরা আশাবাদি। আমরা ভাল ক্রিকেট খেলছি। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচট খুব একটা ভাল করতে পারিনি। তারপরেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরা জিতলাম, নিউজিল্যান্ডের সঙ্গে ক্লোজ ম্যাচে হেরে গেছি। দল ভাল খেলছে। আশা করি আমরা ভাল করব।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status