অনলাইন

নয়াপল্টনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদলের ক্ষুব্ধ নেতারা

স্টাফ রিপোর্টার

১২ জুন ২০১৯, বুধবার, ১১:১৫ পূর্বাহ্ন

বয়সসীমা তুলে নিয়ে ৬ মাসের একটি স্বল্পমেয়াদী কমিটি গঠনের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন ছাত্রদলের বিক্ষুব্ধ সাবেক সিনিয়র নেতারা। আজ সন্ধ্যার পর রাজধানীর শিল্পকলা একাডেমির মাঠে এক বৈঠকে ছাত্রনেতারা এ সিদ্ধান্ত নেন।

বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক বলেন, ছাত্রদলের কমিটি পুনর্গঠনে যে সিদ্ধান্ত দেয়া হয়েছে সেটা আমাদের একটি প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। আমরা সম্মানজনকভাবে সংগঠন থেকে বিদায় নিতে চাই। এমন অবস্থান থেকে আমরা একটি অভিন্ন দাবিতে একমত হয়েছি। সেটা হচ্ছে, বয়সসীমা তুলে নিয়ে ৬ মাসের জন্য একটি স্বল্পমেয়াদী কমিটি গঠন। তিনি বলেন, ইতিমধ্যে আমাদের দাবি-দাওয়ার ব্যাপারে দায়িত্বপ্রাপ্তরা বৈঠক করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিশ্চয় একটি বাস্তবসম্মত সুন্দর সিদ্ধান্ত দেবেন। আমরা সেই অপেক্ষায় আছি।

পাশাপাশি এ দাবিতে আগামীকাল বেলা ১১টায় আমরা দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবো। তবে আমরা কোন ধরনের হঠকারি কর্মসূচি বা কর্মকা- করবো না। বৈঠকে সর্বসম্মতভাবে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বিগত কমিটির সহ সভাপতি এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, জয়দেব জয়, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মফিজুর রহমান আশিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক ওমর ফারুক মুন্না, যুগ্ম সম্পাদক বায়োজিদ আরেফিন, ফয়েজ উল্লাহ, মিয়া রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, যোগাযোগ সম্পাদক গাজী সুলতান জুয়েল, পাঠাগার সম্পাদক মেহেদী ও সহ সম্পাদক আসাদুজ্জামানসহ দেড় শতাধিক নেতাকর্মী বৈঠকে অংশ নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status