প্রথম পাতা

কঠিন লড়াইয়েও আশাবাদী বাংলাদেশ

ইশতিয়াক পারভেজ, লন্ডন থেকে

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১০:১৪ পূর্বাহ্ন

জয় দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পেয়ে যায় স্বপ্ন ডানাও। কিন্তু এরপর সব এলোমেলো। নিউজিল্যান্ডের বিপক্ষে ভুলের   সেখারতে মিলেছে আফসোসের হার। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয় মাশরাফি বিন মুর্তজার দল। তবে ভক্তরা আশায় বুক বেঁধেছিল ব্রিস্টলে। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে উড়িয়ে ফেরার আশা ছিল! কিন্তু এত সুখ হয়তো সইতে পারছিল না বৃষ্টিও। অঝরে ঝরে ভাসিয়ে নিয়ে যায় ম্যাচ। তাদের দুই ম্যাচে পরিত্যক্ত হওয়ার সুবাদে লঙ্কানরা ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে উঠে যায় পঞ্চম স্থানে।

৩ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান এখন সাতে। বলার অপেক্ষা রাখেনা শেষ পাঁচ ম্যাচে জয়ই এক মাত্র পথ সেমিফাইনালে খেলার স্বপ্ন পুরণ করার।  আর সেই কঠিন পথ শুরু হচ্ছে টন্টন থেকেই। দারুণ ফর্মে থাকা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই হবে কঠিন লড়াইয়ের পথচলা শুরু। প্রধান কোচ স্টিভ রোডসের বিশ্বাস ঘুরে দাঁড়াবে দল। তিনি বলেন, ‘আমরা শুধু ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই ভাবছি না। আমাদের চিন্তা-ভাবনা ও পরিকল্পনায় আছে বাকি দলও, যাদের সঙ্গে আমাদের  খেলা বাকি আছে- তাদের সবার কথাই মাথায় রেখেছি আমরা।’

১৭ই জুন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে টন্টনে। তবে সেখানেও আছে বৃষ্টির শঙ্কা। ইংল্যান্ডের এবার গ্রীষ্ম বেশ উত্তাল। গরমের ছিটে ফোটাও নেই। তাপমাত্র ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই  ঘোরাফেরা করছে। আর  মেঘবৃষ্টির হুমকিতো আছেই। এমন অবস্থাতে যদি আরো একটি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশের জন্য বিপদটা এত বড় হবে যে তাতেই শেষ হয়ে  যেতে পেরে সেমিফাইনালের স্বপ্ন। আবার খেলা হলেও এত সহজ হবে না জয়। কারণ প্রতিপক্ষ পূর্নশক্তির ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচে ক্যারিবীয়দের হারিয়ে টাইগাররা ট্রফি জেতে নিলেও বিশ্বকাপে লড়াই হবে সমানে সমান। গেইল, রাসেল, হোপ, হেটমায়ার, লুইস, পুরান, অশ্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে টন্টনের ছোট পরিধির মাঠে।

তাদের সামলানো বেশ কঠিন। তবে টাইগারদের কোচ জানালেন ভয় তার একজনকে নিয়ে। তিনি আন্দ্রে রাসেল। তাকে নিয়ে রোডস বলেন, ‘আমার মনে হয়, ক্যারিবীয়দের প্রধান অস্ত্র আন্দ্রে রাসেল। সে এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান। তার দিনে সে সবকিছু করতে পারে। প্রতিপক্ষ বোলিং আক্রমণ দুমড়ে মুচড়ে দিতে পারে। তার বিপক্ষে বল করা এবং তার বিধ্বংসী ব্যাটিং আটকে রাখা খুব কঠিন।’ তবে দল সবেই খেলে এসেছে ক্যারিবীয়দের বিপক্ষে। তাই কোচ বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা খেলে আসলাম মাত্র। আয়ারল্যান্ডে যদিও ওশান থমাসের মতো পেসার ছিলেন না। তবে তাকে আমরা এ বছরই নিজেদের দেশে খেলে এসেছি। তাই আমরা সতর্ক আছি। কীভাবে তাদের মোকাবিলা করব, সেটাও মোটামুটি স্থির করা আছে। এখন মাঠে ঠিকঠাকভাবে প্রয়োগের অপেক্ষা।’

সত্যি সত্যি কঠিন হয়ে যাবে যদি টাইগারদের স্কোয়াডে ক্যারিবীয়দের আতঙ্ক সাকিব আল হাসান না থাকেন।  ইনজুরির কারণে তাকে নিয়ে বেশ কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নাম্বার সম্ভাবনা ছিল ফিফটি ফিফটি। কিন্তু ম্যাচ না হওয়াতে তার অবস্থা অনুমান করা যায়নি। যদিও দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার বলেছেন সাকিব বেশ ভালোই আছেন। তিনি বলেন, ‘সাকিব এখন বেশ ভালো আছে কোনো সমস্যা নেই।’ সাকিবকে নিয়ে আশাবাদী প্রধান কোচ স্টিভ রোডসও। এই ইংলিশ কোচ বলেন, ‘ওকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পরের ম্যাচে নিশ্চিতভাবেই খেলবে। আগামী বুধ ও বৃহস্পতিবার এমনিতেও সূচিতে দলের কোনো অনুশীলন নেই। শুক্রবারও অনুশীলন ঐচ্ছিক। কাজেই ওকে আলাদা করে বিশ্রাম দেয়ারও প্রয়োজন নেই। আমাদের ধারণা, ম্যাচের আগে পুরোপুরি অনুশীলন করে ম্যাচে নামতে পারবে সাকিব।

আগের ম্যাচগুলো থেকে পাওয়া শিক্ষা সামনে সফলভাবে কাজে লাগাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা আগের তিন খেলা থেকে কিছু না কিছু শিখেছি। রপ্ত করেছি। সবচেয়ে ভালো লেগেছে, আমাদের ব্যাটসম্যানরা শর্ট বলে ঘাবড়ে যায়নি। বেশ আস্থার সঙ্গে প্রতিপক্ষের খাটো লেংথের বলগুলো মোকাবিলা করেছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শর্ট বল বেশ ভালো খেলেছে আমাদের ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের জফরা আর্চারকেও ভালোভাবেই সামলেছে আমাদের ব্যাটসম্যানরা।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status