ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

আমলাতে আস্থা রাখছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার ইতিহাসসেরা ব্যাটসম্যানদের একজন হাশিম আমলা। কিন্তু বিশ্বকাপটা বেশ বাজে কাটছে তার। প্রোটিয়াদের হয়ে ৩ ম্যাচে মাত্র ২৫ রান এসেছে ডানহাতি এই ওপেনারের ব্যাট থেকে। তবে দলের বোলিং কোচ ডেল বেনকেস্টইনের বিশ্বাস শিগগিরই রানে ফিরবেন আমলা। ১৫ই জুন আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচকে সামনে রেখে বেনকেস্টেইন বলেন, ‘দারুণ ফর্ম নিয়ে বিশ্বকাপে এসেছিল ও। প্রস্তুতি ম্যাচগুলোতে আমলার শটগুলো নিয়ন্ত্রিত ছিল। তার মুভমেন্টও ছিল আগের মতোই। যেমনটি আমরা সবসময় দেখি। আমরা তার ওপর বিশ্বাস রাখছি।’
বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তানর বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি হাঁকান আমলা। বিশ্বকাপের দুটি ওয়ার্মআপ ম্যাচেই পেয়েছিলেন ফিফটি। সেই আমলা কেন মূল পর্বে এসে ফর্ম হারিয়ে ফেললেন? ইংল্যান্ডের বিপক্ষে ১৩ রানে আউট হন। ওই ম্যাচে জোফরা আর্চারের বাউন্ডারে মাথায় আঘাত পেয়েছিলেন। পরে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি। ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ম্যাচেও ৬। টানা দুবার স্পিলে ক্যাচ দিয়েছেন। আমলা কি তবে প্রথম ম্যাচের ওই ট্রমা থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি? বেনকেস্টেইন অবশ্য তেমন কিছু জানাননি। তিনি মনে করছেন, একটা ম্যাচে কোনোমতে রান পেলেই ফর্মে ফিরবেন আমলা।  প্রোটিয়া বোলিং কোচ বলেন, আমলা সব সময়ই বলে রানটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। রানই তার আত্মবিশ্বাস। তার কেবল একটা রোদেলা দিন আর সঙ্গে খানিকটা ভাগ্য দরকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status