ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

আইসিসিকে কড়া জবাব হোল্ডিংয়ের

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

বিশ্বকাপে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করায় ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিংকে সতর্ক করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সমালোচনা না করার জন্য তাকে মেইলও পাঠায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে আইসিসির ধমকে একটুও বিচলিত হননি হোল্ডিং; উল্টো কড়া জবাব দিয়ে বলেছেন, ‘ফিফার অফিসিয়াল হলে তাদের তখনই বাড়ির পথ ধরতে হতো। বিশ্বকাপে তাদের আর কোনো ম্যাচে সুযোগ দেয়া হতো না। দুঃখিত আমি এর অংশ হতে চাই না। দয়া করে আমাকে বলে দিলে আমি কার্ডিফ না গিয়ে বাড়িতে ফিরে যাই।’ এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার মাইকেল হোল্ডিং। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বেশ কিছু ভুল সিদ্ধান্ত ছিলো আম্পায়ারদের। এক গেইলের ব্যাপারেই বিষয়টা চোখে পড়ে সবচেয়ে বেশি। যে বলে তিনি আউট হয়েছিলেন তার আগের বলে বিশাল লেগ নো হওয়ার পরেও তা চোখে পড়েনি আম্পায়ারদের। পরের বলে লেগ বিফোর হয়ে ফিরতে হয় গেইলকে। এমন আম্পায়ারিংকে ‘জঘন্য’ বলেছিলেন হোল্ডিং। তার এমন মন্তব্য পছন্দ হয়নি আইসিসির। এক ই-মেইলে আইসিসি তাকে বলে, আইসিসি টিভির কাজ হচ্ছে এর নীতিগুলোকে সম্মান দেখানো। সমপ্রচারে টুর্নামেন্ট সম্পর্কিত কোনো কিছু নিয়ে সংশয়, নেতিবাচক বিচার বিশ্লেষণ এর কাজ নয়।
তবে মাইকেল হোল্ডিং বলেন, একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি বলতে চাই, ক্রিকেট আরো উঁচুমানের হওয়া উচিত। একজন আম্পায়ার খারাপ কাজ করলেও তাকে রক্ষা করা কি এখনকার নীতি? দুঃখিত আমি এর অংশ হতে চাই না। এখানে যা বলা হয়েছে আমি তার সঙ্গে একমত নই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status