খেলা

সতর্ক ভারত-ইংল্যান্ডে পান্ত

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দাপুটে জয়ে ভূমিকা ছিলো ওপেনার শিখর ধাওয়ানের। তার সেঞ্চুরিতে ভর করে জয়ের মঞ্চটা গড়ে দুই বারের চ্যাাম্পিয়নরা। বিশ্বকাপে দলকে দারুণ শুরু এনে দেয়া এই তারকার ইনজুরি বড় ধাক্কা হয়ে এসেছে ভারতীয় শিবিরে। তার বদলি হিসেবে উড়িয়ে আনা হচ্ছে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্তকে। তবে পান্ত দলের সঙ্গে যোগ দিলেও এখনই তাকে দলভুক্ত করা হচ্ছে না। শেখর ধাওয়ানের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুরুতে শেখর ধাওয়ানের চোটের খবরটা নিয়ে বিভ্রান্তিকর তথ্য মিলেছিল। বলা হচ্ছিলো বিশ্বকাপই শেষ তার! পরে ভারতীয় ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাম হাতের আঙ্গুলের চোটে আপাতত পর্যবেক্ষণে থাকবেন তিনি। তাই দলের সঙ্গে রাখা হচ্ছে তাকে। এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন শেখর ধাওয়ানের জায়গায় ঋষভ পান্তকে ডাকা হয়েছে। গতকালই ইংল্যান্ডে পৌঁছানোর কথা তার। আর ভারতের পরের ম্যাচ আজ। পান্ত সেখানে পৌঁছে দলের সঙ্গে অনুশীলন করবেন। ধাওয়ানের ইনজুরির অবস্থার ওপর বিবেচনা করেই আইসিসির কাছে বদলির আনুষ্ঠানিকতা সারবে ম্যানেজমেন্ট। অবশ্য বিসিসিআই আশাবাদী ধাওয়ানের দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে। গ্রুপ পর্বে ভারতের এখনও সাতটি ম্যাচ বাকি। তৃতীয় ম্যাচ ট্রেন্ট ব্রিজে আজ। তার পরেই ভারত-পাক ডার্বি ১৬ জুন ম্যাঞ্চেস্টারে। লীগ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে ৬ জুলাই। তিন সপ্তাহ বাইরে মানে শেখর ধাওয়ান সুস্থ হয়ে উঠবেন রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচের ঠিক আগে। খুব ভালো উন্নতি হলে আগামী ২রা জুলাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন ধাওয়ান।

এ পর্যন্ত শিখর ধাওয়ানের জন্য অপেক্ষা করবে ভারত, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। তাছাড়া শিখরের বিকল্প ইতিমধ্যেই হাতে রয়েছে। কে এল রাহুলকে এত দিন চার নম্বর স্থানে ভাবা হচ্ছিল। এখন তিনি ওপেন করতে পারবেন। চার নম্বরের জন্য ধোনি বা কেদার যাদবকে তুলে এনে দীনেশ কার্তিককে বাড়তি ব্যাটসম্যান হিসেবে  খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। বিজয় শঙ্করও আছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status