অনলাইন

রাজধানীতে র‌্যাবের অভিযানে ১১ ছিনতাইকারী আটক

অনলাইন ডেস্ক

২০১৯-০৬-১২

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ১১ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১১ চাকু, ৪০  ব্লেড, ১১টি মোবাইল ফোন ও ৭ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার রাতে সদরঘাট ও সাইনবোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটকরা হলেন- মো. আরিফুর রহমান (৩৪), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. সাইফুল ইসলাম (২৮), মো. মনির (৪০), মো. মোস্তাক মোল্লা (২৬), মো. আবদুুল মুকিম (২৭), মো. সোহাগ (২৮), বিল্লাল হোসেন (২৪), মো. রনি (২৭), মো. নাছির (৪০) ও মো. জাকির হোসেন (৪৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে র‌্যাব-১০-এর অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ সদস্যকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার ঈদ শেষে আটকরা রাজধানীতে ঘরফেরা মানুষদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই সব এলাকায় জড়ো হয়েছিলেন।

তারা দীর্ঘদিন ধরে সদরঘাট, সাইনবোর্ড ও আশপাশে এলাকার পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status