শেষের পাতা

ঢাকায় ট্রাক চাপায় সাবেক এমপিপুত্র নিহত

স্টাফ রিপোর্টার, ঢাকা ও দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনি

১২ জুন ২০১৯, বুধবার, ১০:০১ পূর্বাহ্ন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আকিব রেজা (২৩)। তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি ও দৌলতপুর বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু’র ছোট ছেলে। নিহত আকিব ঢাকার ইউল্যাব ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল ভোর ৫টার দিকে গণভবনের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির একটি বাস চাপায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের  ছুটি শেষে আকিব রেজা সোমবার রাতে দৌলতপুর থেকে ঢাকাগামী একটি নৈশ কোচে উঠেন। গতকাল মঙ্গলবার ভোরে সেটি ঢাকার কল্যাণপুরে এসে পৌঁছায়। সেখান থেকে নেমে আকিব তার ধানমন্ডির বাসায় যান। কিন্তু ভুল করে তার একটি ব্যাগ বাসের মধ্য ফেলে যান। বাসায় গিয়ে ব্যাগের কথা মনে হলে তিনি তার মোটরসাইকেল নিয়ে কল্যাণপুরের উদ্দেশ্য রওয়ানা দেন। কল্যাণপুর যাওয়ার আগেই  বেপরোয়া গতির গাবতলি-সদরঘাট রুটের ৭ নম্বরের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাস চাপায় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং আকিব মারাত্বকভাবে আহত হন। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সকাল ৭টার দিকে গণভবনের সামনের সড়কে বাসের চাপায় নিহত হয়েছেন আকিব। আমরা ঘটনার পরপরই ঘাতক বাস, কন্ডাক্টর, হেলপারসহ তিনজনকে আটক করেছি। তবে চালক পালিয়েছে। এছাড়া নিহতের ময়নাতদন্তশেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আকিবের এক স্বজন জানান, বাসায় পৌঁছে আকিব দেখে তার ল্যাপটপের ব্যাগটি বাসের মধ্য ফেলে এসেছে। পরে বাসের স্টাফদের সঙ্গে কথা বলে সে মোটরসাইকেলে করে বাস কাউন্টারের উদ্দেশ্য রওয়ানা হয়। গণভবনের সামনের সড়কে পৌঁছানোর পর একটি বাস তাকে চাপা দেয়।

এদিকে, বিএনপি নেতা রেজা আহমেদ বাচ্চুর ছেলে সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার খবর এলাকায়  ছড়িয়ে পড়লে  দৌলতপুরের তারাগুনিয়া নিজ বাসভবনে স্থানীয় বিএনপি দলীয় নেতা-কর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা ভিড় করেন। আকিবের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিকালে এয়ার এ্যাম্বুলেন্স যোগে নিহত আকিব রেজার মরদেহ তারাগুনিয়া পৌঁছলে তারাগুনিয়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status