খেলা

বিশ্ব আরচারিতে উজ্জ্বল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

১২ জুন ২০১৯, বুধবার, ৯:৫৬ পূর্বাহ্ন

বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে বাংলাদেশ। একক ও দলীয় ইভেন্টে ভালো ফল করছেন লাল সবুজের আরচাররা। গতকাল নেদারল্যান্ডসে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের রোমান সানা মেক্সিকোর আলবারাদো সানতিন এঞ্জেল ডেভিডকে ৬-২ সেটে হারিয়ে ১/১৬ খেলায় উঠেন। আজ তিনি খেলবেন অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ানের সঙ্গে। তবে আরেক আরচার মোহাম্মদ তামিমুল ইসলাম ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে নেদারল্যান্ডসের উইজলার স্টিভের কাছে এবং মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-২ সেট পয়েন্টে গ্রেট বৃটেনের ওয়াইজ আলেকজান্ডারের কাছে হেরে যান। এদিকে, রিকার্ভ পুরুষ দলগতের ইলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলায় বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে স্পেনকে হারিয়ে ১/৮ খেলায় উঠে। যেখানে তারা মোকাবিলা করবে দক্ষিণ কোরিয়ার। এ ছাড়া রিকার্ভ মহিলা এককে ইলিমিনেশন রাউন্ডের ১/৪৮ খেলায় বাংলাদেশের বিউটি রায় ৬-৫ সেট পয়েন্টে গ্রেট বৃটেনের ফোলকার্ড নাওমির কাছে হেরে যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status