অনলাইন

অটোমেকানিকা দুবাইয়ে বাংলাদেশী কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার

১১ জুন ২০১৯, মঙ্গলবার, ৮:৪১ পূর্বাহ্ন

 অটোমেকানিকা দুবাই ২০১৯-এ বাংলাদেশী ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। মেসে ফ্রাংকফুর্টের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে অটোমেকানিকা প্রদর্শনীটি। বাংলাদেশের ব্যাটারি কোম্পানিগুলো অনেক বছর ধরে মধ্যপ্রাচ্যে তাদের পণ্য রপ্তানি করছে। এ শিল্পে প্রতি ইউনিটের দাম বেশি হওয়ায় একে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি ভালো উপায় হিসেবে গণ্য করা হয়।

রহিমআফরোজ গ্লোবাট বাংলাদেশ একটি পরিচিত প্রতিষ্ঠান এবং কোম্পানিটি প্রদর্শনীতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় স্টল নিয়েছে। তাদের স্টলের আকার ৪৮ বর্গমিটার। দেশের অন্য ব্যাটারি উৎপাদক কোম্পানি পান্না ব্যাটারি এবার প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নিচ্ছে। অটোমোটিভ সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য অটোমেকানিকা দুবাই একটি স্বনামধন্য প্রদর্শনী, যা পশ্চিম এশিয়া, পূর্ব ইউরোপ, সিআইএস ও আফ্রিকায় হবে ১৭তম বারের মতো। অটোমেকানিকা দুবাই টায়ার ব্যবসার সবচেয়ে বড় বাণিজ্য মেলা রাইফেনের সঙ্গে একসঙ্গে এ প্রদর্শনীর আয়োজন করছে, যা এ অংশে তাদের সুনাম বৃদ্ধির পাশাপাশি দর্শনার্থী ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও সাহায্য করছে।

অটোমেকানিকার দুবাই ২০১৮-এর প্রদর্শনীটিতে রেকর্ডসংখ্যক ১ হাজার ৮০১ জন প্রদর্শক অংশগ্রহণ করে। বিশ্বের ৬১টি দেশ থেকে এবং ১৪৬টি দেশ থেকে এতে যোগ দেন ৩১ হাজার ৯৭১ জন দর্শনার্থী ও ক্রেতা।
পান্না ব্যাটারির সিইও হাসনাত জানান, এবারেই প্রথমবারের মত অংশ নিচ্ছেন এই প্রদর্শনীতে। আমরা ক্রেতাদের থেকে বিভিন্ন রকমের প্রশ্ন ও আমাদের পণ্য সম্পর্কে খুব ভালো মন্তব্য পাচ্ছি। আমরা আশা করছি এইবারের প্রদর্শনীটি আমাদের জন্য খুব ফলপ্রসু হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status