খেলা

দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে আশাবাদী ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক

১১ জুন ২০১৯, মঙ্গলবার, ২:২৯ পূর্বাহ্ন

বিশ্বকাপে টানা চার ম্যাচে জয়হীন দক্ষিণ আফ্রিকা। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ গেল বৃষ্টির গর্ভে। তাতে মাত্র একটি পয়েন্ট কুড়ায় প্রোটিয়ারা। তবে এখনো আসরে সেমিফাইনালের দৌড়ে টিকে আছেন বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ নিয়ে ডু প্লেসি বলেন, ‘এটা ভালো হলো না। দু’দলই ম্যাচের ফল আশা করেছিল। কিন্তু আমরা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবো না।’

আগামী ১৫ই জুন সোফিয়া গার্ডেনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে জয় দিয়ে আসরে ফেরতে চান প্রোটিয়া অধিনায়ক। ডু প্লেসি বলেন, ‘লঙ্গি (এনগিডি) পরবতী ম্যাচের জন্য প্রস্তুত। সে ফিরলে দলের জন্য ভালো হবে। আমরা আমাদের সেরা খেলোয়াড়দের খেলতে পারিনি। আমরা আফগানিস্তানকে হারাবো।’

 সোমবার রোজ বোলে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা করেন ৬ রান। আর এইডিম মার্করামের ব্যাট থেকে আসে ৫ রান। দুজনকে শিকারে পরিনত করেন শেল্ডন কটরেল। ম্যাচে ৭.৩ ওভারে বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ হয়ে যায়। পরে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে ম্যাচ আম্পায়ার। তাতে দুই পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় দুই দলকে। প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি বলেন, ‘দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা শুরুতেই দুই উইকেট হারিয়েছি। তার ভালো বল করে দুই উইকেট তুলে নিয়েছে। পরে যারা ব্যাট করবে তারা এগিয়ে থাকতো। তবে ৩০-৩৫ ওভার খেলতে পারলে আমরা তাদেরকে হারাতে পারতাম।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status