খেলা

ভারতের বিপক্ষে উইলিয়ামসনদের সর্তক করলেন ভেট্টরি

স্পোর্টস ডেস্ক

১১ জুন ২০১৯, মঙ্গলবার, ১২:২১ অপরাহ্ন

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী কোহলিরা। ততে ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচে চাপে থাকবে নিউজিল্যান্ড- বললেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে ভারত। আগামী পরশু ট্রেন্ট ব্রিজে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সে ম্যাচের আগে আইসিসিতে লেখা কলামে কিউইদের সাবেক অধিনায়ক ভেট্টরি বলেন, ‘তিন ম্যাচে তিনটি জেতায় আত্মবিশ্বাস বেশি থাকবে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে খেলাটা নিউজিল্যান্ডের জন্য অনেক কঠিন। ভারতের বিরুদ্ধে ম্যাচেই আসল চাপ অনুভব করবে। ভারত সম্ভবত বিশ্বের সেরা টিম। প্রচুর দর্শকের উপস্থিতিতে এটা একটা উত্তেজক ম্যাচ হতে চলেছে।’

বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল ভারত। তবে নিউজিল্যান্ডও বিশ্বকাপ জেতার যোগ্য বলে মনে করেন কিউই সাবেক এই স্পিনার। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে ম্যাচের হারলেও তেমন সমস্যা দেখেন না তিনি। তাদের বিপক্ষে হার খেলোয়াড়দের পারফরম্যান্স বড় করে বিচার করবে না বলে জানিয়ছেন এই সাবেক স্পিনার। তিনি বলেন, ‘বেশির ভাগ খেলোয়াড়রাই ভারতের বিপক্ষে উপমহাদেশে খেলে অভ্যস্ত কিন্তু ইংল্যান্ডের মাঠে খেলাটা তাদের কাছে নতুন। এই টুর্নামেন্টে তাদের এসব অভ্যস্ত করার দরকার। যদি তারা সেমিফাইনালে পৌঁছাতে চায়। যেহেতু তারা লম্বা সময় ধরে ভালো খেলে আসছে। ভারতের বিপক্ষে জয় বা হার কোনোটাই তাদের পারফরমেন্সকে আড়াল করতে পারবে না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status