খেলা

বৃষ্টি যেন না হয়- মাশরাফির প্রার্থনা

স্পোর্টস রিপোর্টার, বিস্ট্রল থেকে

১১ জুন ২০১৯, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

কার্ডিফ থেকে ব্রিস্টলে প্রবেশ করতেই শুরু হল ঝুম বৃষ্টি। কোনো রকমে একটি খাবার হোটেলে আশ্রয় নিতে হলো। সেখানেই বসে থাকা প্রায় ৩ ঘণ্টা। বৃষ্টি থামার যেন নামই নেই। এরই মধ্যে ভারতীয় সেই খাবার দোকানে চলছে বিশ্বকাপের ম্যাচ নিয়ে বেশ কয়েকজন ক্রিকেট ভক্তদের আলোচনাও। সেখানে বেশ কয়েকবার উঠে এলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির প্রসঙ্গ। এই গুঞ্জনটা শুরু হয়েছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে ব্রিস্টলে এসে সেই শঙ্কাটা ভয় হয়ে সামনে এলো। স্থানীয় বেশ কয়েকজন দাবি করলেন এখানে বৃষ্টির সম্ভাবনা এতটাই বেশি যে আজ ভেসে যেতে পারে ম্যাচটি। মাঠে আসার পথেও ট্যাক্সি ড্রাইভার বেশ কয়েকবার এমন কথা জানালেন। ব্রিস্টল স্টেডিয়ামে প্রবেশ করে অবশ্য কিছুটা স্বতি মিললো টাইগারদের অনুশীলন দেখে। তবে এক দিকে দাঁড়িয়ে থাকা আকরাম খান ও হাবিবুল বাশারের আলোচনাতেও ছিল বৃষ্টির কথা। আর ম্যাচ না হলে যে ভয় সেটিও টাইগার অধিনায়ক মাশরাফি জানিয়ে দিলেন অকপটে। তিনি বলেন, ‘প্রথমত ম্যাচটা না হলে আমাদের জন্য সামনের সমীকরণ ভীষণ কঠিন হয়ে যাবে। তাই ম্যাচটি হওয়া খুবই প্রয়োজন। শেষ দুটি ম্যাচের একটিতে জিতে থাকলে হয়তো এতো চিন্তা থাকতো না। এখন খুবই প্রয়োজন ম্যাচটা হওয়ার। বৃষ্টির উপর হাত নেই তার পরও প্রার্থনা ম্যাচ যেন মাঠে গড়ায়।’
ইংল্যান্ডে আবহাওয়াতে সূর্য আর বৃষ্টির খেলা চলে হরহামেশাই। বিশেষ করে গ্রীষ্মকালে এই পরিস্থিতি খুবই পরিচিত এখনকার স্থানীয়দের কাছে। তাইতো এগিয়ে এসে এক ব্রিটিশ মিডিয়াকর্মী বললেন, ‘আশা করি ইংল্যান্ড খুব ভালোভাবেই উপভোগ করছো। ওহ! বুঝতে পারছি এই বৃষ্টি ছাড়া সব উপভোগ করার মতই।’ সত্যি এখানে এমনিতে ঠা-া বাতাস তার উপর বৃষ্টি হলেতো কথাই নেই। তবে ভয়টা এখন বাংলাদেশের সংবাদকর্মীদের মাঝেও। কারণ ব্রিস্টলে এরই মধ্যে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এখন যদি বাংলাদেশের ম্যাচে সেটি হয় টাইগারদের সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হবে কিছুটা। যদি বৃষ্টির কারণে খেলা কার্টেল ওভারেও হয় তখনও বিপদ থাকবে টাইগারদের। এ নিয়ে মাশরাফি বলেন, ‘আসলে আমি সব কিছু পজেটিভ দেখতে চাই। আমাদের যে পরিস্থিতে তাতে আমার চাওয়া যে বৃষ্টি না হলে ভালো।’
ইংল্যান্ডে এখানে এখন চলছে বর্ষা মৌসুম। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। যার প্রভাব শুরু থেকেই বেশ বাজে ভাবে পড়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলসের বিশ্বকাপ ক্রিকেটে। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমার পাশাপাশি ম্যাচ পরিত্যক্তও হয়েছে। গতকাল ব্রিটিস আবহওয়া অধিদপ্তর মাাশরাফিরদের জন্য দিয়েছেন আরো কঠিন সংবাদ। তাদের সংবাদে বলা হয়েচ্ছ, পুরো এক মাসের বৃষ্টি হবে একদিনেই। আবহাওয়া অফিসের পূর্বাভা অনুসারে , গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি যা চলবে আগামী ২৪ ঘণ্টা ইংল্যান্ডজুড়ে ওই পরিমাণ বৃষ্টি হতে পারে। তাই আজ শঙ্কায় থাকবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচও। ব্রিটিশ আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র সাইমন পার্ট্রিজ মিরর বলেছেন, ‘আমরা প্রবল বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। দক্ষিণাঞ্চলে সেটা ৬০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এটি দক্ষিণ-পূর্বের জন্য খুবই বর্ষণমুখর দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। বলার অপেক্ষা রাখেনা একদিকে বৃষ্টি আরেক দিকে ঠান্ডা মাশরাফিদের জন্য নিয়ে আসছে কঠিন পরীক্ষাই। কারণ গতকাল বিকেল থেকে ফের শুরু হয়েছে ব্রিস্টলে বৃষ্টি। শেষ পর্যস্ত এটি ম্যাচ ভাসিয়ে নেয়ারই ইঙ্গিত দিচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status