বাংলাদেশ কর্নার

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি পরিসংখ্যান

স্পোর্টস রিপোর্টার

১১ জুন ২০১৯, মঙ্গলবার, ৯:৫৫ পূর্বাহ্ন

ব্রিস্টলে আজ বিশ্বকাপের রাউন্ড রবিন লীগে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে দু’দলের এটিই প্রথম সাক্ষাৎ। ৩ ম্যাচে ২ পয়েন্ট বাংলাদেশের। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে কিছুটা এগিয়ে শ্রীলঙ্কা। চলুন, মাঠের লড়াইয়ের আগে তাদের কিছু ওয়ানডে পরিসংখ্যান দেখে নেয়া যাক।

র‌্যাঙ্কিং পার্থক্য
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানে। মাশরাফি বিন মুর্তজার দলের রেটিং পয়েন্ট ৯০। দুই ধাপ পিছিয়ে নবম স্থানে শ্রীলঙ্কা। তাদের রেটিং পয়েন্ট ৭৬।
শেষ তিন ম্যাচ
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ৩ ম্যাচেই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি নিদাহাস টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে। ওই সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৫ উইকেট ও দ্বিতীয়টিতে ২ উইকেটে হারায় টাইগাররা। অন্য জয়টি গত বছরের এশিয়া কাপে। ১৩৭ রানের বড় ব্যবধানে জিতেছিল মাশরাফির দল।

ওয়ানডেতে মুখোমুখি
১৯৮৬ সালে ক্যান্ডিতে প্রথমবার মুখোমুখি হয় বাংলাদেশ। এরপর তারা একে অন্যের বিপক্ষে আরো ৪৪ বার লড়েছে। এর মধ্যে ৭টিতে জিতেছে বাংলাদেশ। লঙ্কানদের জয় ৩৬টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে ২০১৭ সালের পর ৬ সাক্ষাতে সমান ৩টি করে জিতেছে দুদল।

বিশ্বকাপে মুখোমুখি
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে বাংলাদেশ। ২০০৩ সালের আসরে প্রথম সাক্ষাত হয় তাদের। ওই ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেন লঙ্কান পেসার চামিন্দা ভাস। মোট ৬ উইকেট নেন তিনি। শ্রীলঙ্কা জেতে ১০ উইকেটে। পরের আসরে আবার শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। সেবার ১৯৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয় হাবিবুল বাশারের দল। সর্বশেষ গত বিশ্বকাপে লঙ্কানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ।

সর্বাধিক রান
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডেতে সর্বাধিক রান শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার। টাইগারদের বিপক্ষে ৪৮.২৪ গড়ে ১২০৬ রান করেন তিনি। বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল সর্বাধিক ৬৪৫ রান করেছেন।

বিশ্বকাপে সর্বাধিক রান
বাংলাদেশ-শ্রীলঙ্কার বিশ্বকাপ দ্বৈরথে সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া। ২ ম্যাচে ১৬৪ রান করেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত তিলকারত্নে দিলশানের। গত বিশ্বকাপে ১৪৬ বলে অপরাজিত ১৬১ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে কারোর সেঞ্চুরি নেই। একমাত্র পঞ্চাশোর্ধ্ব ইনিংসটি সাব্বির রহমানের। গত বিশ্বকাপে ৫৩ রান করেছিলেন তিনি।

সেরা ব্যাটিং গড়
সাবেক ওপেনার সনাৎ জয়াসুরিয়ার ব্যাটিং গড় সবচেয়ে বেশি। ২২ ম্যাচে ৫৪.২১ গড়ে ১০৩৭ রান করেন তিনি। বর্তমান দলে থাকা খেলোয়াড়দের মধ্যে কেবল থিসারা পেরেরার গড় ২৮.০০। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি গড় তামিম ইকবালের- ৩৩.৯৪। তামিমের পর রয়েছেন সাকিব আল হাসান (৩৩.৭২) ও মুশফিকুর রহিম (২৪.৩২)।

সর্বাধিক সেঞ্চুরি/হাফসেঞ্চুরি
কুমার সাঙ্গাকারা সর্বাধিক ৫ সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের পক্ষে সর্বাধিক ২ সেঞ্চুরি তামিম ইকবালের। সর্বাধিক হাফসেঞ্চুরিও তাদের। শ্রীলঙ্কার পক্ষে সাঙ্গাকারা ৬টি আর বাংলাদেশের পক্ষে তামিম ৪টি হাফসেঞ্চুরি করেন।

ব্যক্তিগত ও দলীয় সর্বোচ্চ
সর্বোচ্চ ব্যক্তিগত দিলশানের ১৬১*। গত বিশ্বকাপে ইনিংসটি খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসটি মুশফিকুর রহিমের। গত এশিয়া কাপে ১৪৪ রান করেন তিনি। দলীয় সর্বোচ্চ শ্রীলঙ্কার ৩৫৭/৯। লাহোরে ২০০৮ সালে এই ইনিংস গড়ে লঙ্কানরা। আর ২০১৭ সালে ডাম্বুলায় ৩২৪/৫ ইনিংসটি বাংলাদেশের পক্ষে দলীয় সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ ম্যাচে মাত্র দুবার তিনশো ছাড়ানো ইনিংস খেলতে পেরেছে বাংলাদেশ। অপরদিকে শ্রীলঙ্কার তিনশো ছাড়ানো দলীয় ইনিংস ৯টি।

দলীয় সর্বনিম্ন
২০০২ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। যেটি দু’দলের মধ্যকার দলীয় সর্বনিম্ন রানের ইনিংস। গত বছর ঢাকায় ৮২ রানে গুটিয়ে যায় টাইগাররা সেটি দ্বিতীয় সর্বনিম্ন। আর শ্রীলঙ্কার সর্বনিম্ন ইনিংস ১২৪।

সর্বাধিক উইকেট
সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন ১৭.২২ গড়ে ১৭ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে। ২২ ম্যাচে দ্বিতীয় সর্বাধিক ২৭ উইকেট মাশরাফি বিন মুর্তজার। মাশরাফির পর বাংলাদেশের সফল বোলার ডানহাতি পেসার রুবেল হোসেন। ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বর্তমান দলে থাকা বোলারদের মধ্যে পেসার লাসিথ মালিঙ্গা ১৪ ম্যাচে ২৪ ও সুরাঙ্গা লাকমল ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status