খেলা

নেইমারহীন ব্রাজিলের গোল-উৎসব

স্পোর্টস ডেস্ক

১১ জুন ২০১৯, মঙ্গলবার, ৯:৫২ পূর্বাহ্ন

কোপা আমেরিকার আগে শেষ প্রীতিম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। আগামী ১৫ই জুন ঘরের মাঠে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৬তম আসর। এর প্রস্তুতিটা ভালোভাবেই সারলো সেলেসাওরা। এর আগে কাতারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। সে ম্যাচে ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। লিগামেন্ট ইনজুরিতে কোপা আমেরিকার এবারের আসর থেকেই ছিটকে গেছেন ব্রাজিলের পোস্টার বয়। রোববার নিজেদের মাঠে স্টাদিও বেইরা রিওতে ম্যাচের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। পরে ১৩তম মিনিটে থিয়াগো সিলভা ও ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে ফিলিপ্পে কুটিনহোর গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। এর আগে ম্যাচের ২৯তম মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন হন্ডুরাসের স্ট্রাইকার রোমেল কুইওটো। তাতে দশজনের দলে পরিণত হয় হন্ডুরাস। ম্যাচের ৪৭তম মিনিটে গোল নিয়ে আরো ব্যবধান বাড়ান জেসুস। আর ম্যাচের ৫৬তম মিনিটে নেরেস ক্যাম্পোস, ৫৬তম মিনিটে রবার্তো ফিরমিনো ও ৭০ মিনিটে রিচার্লিসনের গোলে বিশাল জয় পায় ব্রাজিল। ২০১৬ সালের পর এটাই ব্রাজিলের সবচেয়ে বড় জয়। সেবার হাইতির বিপক্ষে ৭-১ গোলে জয় পায় ব্রাজিল। আগামী ১৫ই জুন সাও পাওলোতে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে আসরের আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ২০০৭ সালে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। কোপা আমেরিকায় ১৫ বার শিরোপা জিতে সবচেয়ে সফল দল উরুগুয়ে। আর আসরে দ্বিতীয় সফল দল আর্জেন্টিনা শিরোপা জিতেছে ১৪ বার।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status