খেলা

চোট নিয়ে হাসপাতালে নুয়ান প্রদীপ

স্পোর্টস ডেস্ক

১০ জুন ২০১৯, সোমবার, ৯:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে লঙ্কানদের দুঃসংবাদ। ইনজুরি নিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন নুয়ান প্রদীপ। গতকাল অনুশীলনের সময় নিজের বোলিং হাতে চোট পান এ লঙ্কান পেসার। ইনফর্ম এ পেসারের আঙুল ভেঙে গেছে। বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন ৩২ বছর বয়সী নুয়ান প্রদীপ। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরেই ঝলক দেখান এ লঙ্কান পেসার। লো স্কোরিং ম্যাচে বল হাতে ৯ ওভারের স্পেলে ৩১ রানে চার উইকেট নেন প্রদীপ। এতে ৪১ ওভারের ম্যাচে ১৮৭ রানের টার্গেটে মাত্র ১৫৩ রানে গুঁড়িয়ে যায় আফগানিস্তানের ইনিংস। গতকাল অনুশীলনে লঙ্কান ওপেনার কুসাল পেরেরাকে বল করছিলেন নুয়ান প্রদীপ। নেটে কুসাল পেরেরার এক স্ট্রেইট শটে দ্রুত গতিতে বল চলে আসে বোলার প্রদীপের দিকে। এ সময় দু’হাতে মুখ বাঁচাতে গিয়ে বলের আঘাতে আঙুলে চোট পান প্রদীপ। আঘাতপ্রাপ্ত প্রদীপকে সঙ্গে সঙ্গে নেয়া হয় হাসপাতালে। আঘাতে তার হাত কেটে যায় এবং আঙুলে চোট পান প্রদীপ। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার একাদশে দেখা যেতে পারে তরুণ তারকা কাসুন রাজিথাকে। স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা দলের সঙ্গে রয়েছেন রাজিথা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status