খেলা

ফ্রান্সকে তুরস্কের ‘চপেটাঘাত’

স্পোর্টস ডেস্ক

১০ জুন ২০১৯, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

তুরস্ক থেকে হার নিয়ে ফিরলো বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গতকাল ইউরো ২০২০ বাছাই পর্বের ম্যাচে তুর্কিদের কাছে ২-০ গোলে হার দেখে কিলিয়ান এমবাপ্পে-আতোয়ান গ্রিজম্যানরা। তবে এদিন পৃথক ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে জার্মানি, ইতালি ও বেলজিয়াম। তুরস্কের কাছে হারের পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘হারটা ছিল আমাদের গালে চপেটাঘাত। এর বেশি কিছু বলতে পারবো না আমি।’
কোনিয়ার তুর্ক অ্যারেনা মাঠে তুরস্কের বিপক্ষে সেরা দলটাই নামান কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপের ফাইনালের একাদশে থাকা ৯ ফুটবলার ছিলেন মাঠে। কিন্তু এদিন ফ্রান্স উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারেনি। ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় তুরস্ক। গোল করেন কান আইহান। ৪০তম মিনিটে স্বাগতিকদের ব্যবধান বাড়ান এএস রোমার উইঙ্গার চেংগিস উন্দার। ১০ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যায় ফ্রান্স। ভাগ্য ভালো যে হুগো লরিস বেশ কয়েকটি সেভ করেছিলেন। না হয় হারের ব্যবধানটা হতো আরো বড়। ম্যাচের হতাশা প্রকাশ করে দেশম বলেন, ‘এমন ম্যাচ থেকে ইতিবাচক কিছু আশা করা যায় না।’
ফ্রান্সকে হারিয়ে ইউরো বাছাইয়ের ‘এইচ ’ গ্রুপে শীর্ষে উঠে এসেছে তুরস্ক। ৩ ম্যাচে ৯ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স। ফরাসিদের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে রয়েছে আয়ারল্যান্ড।
ইতালির টানা তিন
বাছাই পর্ব উতরাতে না পারায় গত বিশ্বকাপে ইতালি ছিল দর্শক। তবে স্বদেশি কোচ রবার্তো মানচিনির অধীনে ধীরে ধীরে নিজেদের ফিরে পাচ্ছে দলটি। গতকাল গ্রিসকে ৩-০ গোলে উড়িয়ে ইউরো বাছাইয়ে টানা ৩ জয় তুলে নেয় আজ্জুরিরা। একটি করে গোল করেন নিকোলো বারেল্লা, লরেঞ্জো ইনসিনিয়ে ও লিওনার্দো বোনুচ্চি। ক্যালিয়ারির ২২ বছর বয়সী মিডফিল্ডার বারেল্লা চলতি ইউরো বাছাইয়ে ২ ম্যাচে ২ গোল করেছেন। তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ইন্টার মিলান। ইতালিয়ান গণমাধ্যমের খবর, উদীয়মান এই মিডফিল্ডারকে পেতে ক্যালিয়ারিকে বড় অংকের টাকা প্রস্তাব করতে যাচ্ছে ইন্টার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status