খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেও আশাবাদী নায়েব

স্পোর্টস ডেস্ক

৯ জুন ২০১৯, রবিবার, ১২:৩৭ অপরাহ্ন

এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টানা তিন জয় পেল নিউজিল্যান্ড। আর হ্যাটট্রিক হারের অভিজ্ঞতা হলো আফগানিস্তানের। তবে এখনো আশাবাদী আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর নায়েব বলেন, ‘ব্যাটিং বোলিং দুই বিভাগেই আমরা ভালো শুরু পেয়েছিলাম। কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারিনি। স্কোর বোর্ডে ভালো স্কোর তুলতে পারলে মানুসিক ভাবেও এগিয়ে থাকতাম। আমাদের একটা ভালো ম্যাচ খেলা দরকার। আমাদের এখনো অনেক দূর যেতে হবে। উচুমানে ক্রিকেটে পৌছাতে হলে আস্তে আস্তে উন্নতি করতে হবে। সেটা একদিনে সম্ভব নয়।’

টন্টনে টসে জিতে প্রথমে আফগানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ১৭২ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় তুলে নেয়। এ ম্যাচে আফগানদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা হয়ে এলো রশিদ খানের ইনজুরি। ম্যাচের ৩৪তম ওভারে লকি ফার্গুশনের বল রাশিদ খানে হেলমেটে লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। পরে ফিল্ডিংয়েই নামেননি আফগান তারকা এই লেগ স্পিনার। ম্যাচ শেষে আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব বলেন, ‘এই উইকেটে পেসারদের জন্য তেমন সুবিধা নেই। সুতরাং আমরা রাশিদ খানকে মিস করছিলাম। আমি ছেলেদের বলছিলাম শান্ত থাকো এবং ধৈর্য ধরো। আমরা বেশ কিছু বাউন্ডারি ঠেকাতে পারিনি। আমরা মাঠে গ্রেট দল না।’

আগানিস্তানের হয়ে ওপেনিংয়ে হজরতউল্লাহ জাজাই করেন ৩৪ রান ও নূর আলী জারদানের ব্যাট থেকে আসে ৩১ রান। এছাড়া হাশমতউল্লাহ শাইদি (৫৯) ও আফতাব আলম (১৪) দুই অঙ্ক ছুঁয়েছেন। ৪১.১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ সব উইকেট হরিয়ে ১৭২ রান। ম্যাচ শেষে আফগানদের ব্যাটিং বিপর্যয় নিয়ে অধিনায়ক গুলবাদিন নায়েব বলেন, ‘আমরা দারুণ শুরু করেছিলাম। হজরত এবং নূর দারুণ ব্যাটিং করেছে। আমাদের ব্যাটসম্যানরা লেন্থ বুঝতে ভুল করেছে। আমরা দ্রুত উইকেট খুইয়েছি। কিউই বোলাদের ক্রেডিট দিতেই হবে। আমাদের ৫০ ওভার খেলতে হবে। এবং উইকেটে টিকে থাকাটা খুব জরুরি।’

জবাবে ব্যাট করতে নেমে ৩২.১ ওভারের ৩ উইকেটে হারিয়ে ১৭৩ রান তুলে কিউইরা। রানের খাতা খোলার আগে মার্টিন গাপটিলকে সাজঘরে ফেরান আফতাব আলম। পরে ব্যাট হাতে কেন উইলিয়ামসন করেন হার না মানা ৭৯ রান। এছাড়াও কলিং মুনরো ব্যাট থেকে আসে ২২ রান। রস টেইলর করেন ৪৮ রান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status