ইংল্যান্ড থেকে

মাশরাফি-মুশফিকদের পাশে থাকার আহ্বান

স্পোর্টস রিপোর্টার, কার্ডিফ থেকে

৯ জুন ২০১৯, রবিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচেই টাইগারদের জয়। তাতে টাইগার ক্রিকেটের ভক্তদের প্রত্যাশার পারদের উচ্চতা বেড়ে হয়েছে দ্বিগুণ। কিন্তু পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় মাশরাফি বিন মুর্তজার দল। প্রথমে ব্যাট করতে নেমে ৮ বল বাকি রেখে ২৪৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। দারুণ খেলতে থাকা মুশফিকুর রহীম হঠাৎ রান আউট হওয়ার পরই শুরু হয়েছিল ব্যাটসম্যানদের আসা যাওয়া। শুরুতে তার এই রান আউট নিয়ে সামালোচনা চলে। আবার ফিল্ডিংয়ের সময় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের রান আউট মিস করে ফের সামালোচনার মুখে পড়েন মুশফিক। শুধু তাই নয়, শুরু হয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা টাইগার অধিনায়কের পরিবর্তে বোলিংয়ে রুবেল হোসেনকে আনার জন্য জোরালো রব তুলেছেন। সেই সঙ্গে মাশরাফিকে শুধু অধিনায়ক হিসেবে কেন খেলানো তা নিয়ে চলছে সমালোচনা। গতকাল কার্ডিফের সোফিয়া গার্ডেন স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার সৈয়দ আশরাফুল হক ও বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ। দৈনিক মানবজমিনের সঙ্গে আলাপকালে তারা এই মুহূর্তে কারো সামালোচনা না করে টাইগারদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
এখন সমালোচনা দলকে  পিছিয়ে দেবে- সৈয়দ আশরাফুল হক
বাংলাদেশ দল যে প্রত্যাশা নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে এসেছে আমি মনে করি এখনো তা ভালভাবেই টিকে আছে। এটি সবাইকে মানতেই হবে যে এটি বাংলাদেশের সেরা দল। মুশফিক যা করেছে বা মাশরাফি যা করছে এখনই তাদের নিয়ে সমালোচনা উচিত নয়। ক্যাচ ছাড়া, রান আউট মিস হওয়া এগুলো আসলে খেলারই অংশ। আমি মনে করি না এখন এই সব নিয়ে আলোচনা করে দলের মনোবল ভাঙার কিছু আছে। এখন উচিত সবার পাশে থাকার। যদি এখন বেশি সমালোচনা হয় দল পিছিয়ে যাবে। আর এখন পর্যন্ত দুটি ম্যাচ দেখেছি আমার মনে হয় না খুব বেশি খারাপ হয়েছে। এখানে দলকে নানা রাকম চ্যালেঞ্জ নিতে হবে। এই দলটিই কিন্তু কিছু দিন আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলে এসেছে। সামনে আরো ম্যাচ আছে আশা করি ভালোই হবে। আর ক্রিকেটে কিন্তু শেষ কথা বলে কিছু নেই। আারেকটা বিষয় হল এটি মাশরফির শেষ বিশ্বকাপ ও এখন পর্যন্ত দলকে যে সার্ভিস দিয়েছে তা অনেক। এখনো যে সে খেলছে তা আমাদের জন্য বড় প্রাপ্তি।
ওদের পাশে থাকা জরুরি- এনায়েত হোসেন সিরাজ
আমি বিশ্বাস করি বাংলাদেশ যে প্রত্যাশা নিয়ে এখানে এসেছে তা পূরণ করতে পারবে। এখনতো মাত্র খেলা শুরু হল। আমাদের যে লক্ষ্য তা আশা করি পূরণ হবে। প্রথম দুটি ম্যাচে ভালো-মন্দ সবই ছিল। সামনে আরো ম্যাচ আছে দলের যে পরিকল্পনা তা নিয়ে এগিয়ে গেলে সেই লক্ষ্য পূরণ করতে পারবে। আর আমি মনে করিনা এখন ওদের নিয়ে এত সমালোচনা করার কিছু আছে। এখানে যারা আছে, যারা খেলছে তারা বাংলাদেশের সেরা ক্রিকেটার। নির্বাচকরা কিন্তু সেরা দলটিই পাঠিয়েছে। এখন বিশ্বাস রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো এত বড় আসরে কঠিন কন্ডিশনে অবশ্যই ওদের পাশে থাকাটা জরুরী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status