বাংলাদেশ কর্নার

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ

স্পোর্টস ডেস্ক

৯ জুন ২০১৯, রবিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

গত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে যা দলীয় সর্বোচ্চ সংগ্রহের বিশ্বরেকর্ড। আরেকটু হলে আফগানদের পেছনে ফেলে লজ্জার রেকর্ডে নাম উঠতো বাংলাদেশের। গতকাল কার্ডিফে বিশ্বকাপের ম্যাচে টাইগারদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৮৬ রানে থামে ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এটি ইংল্যান্ডের সর্বোচ্চ আর সবমিলিয়ে সপ্তম সর্বোচ্চ দলীয় ইনিংস। বিশ্বকাপে এর আগে সর্বোচ্চ ৩২৭ রান তাড়া করে জেতে আয়ারল্যান্ড। ২০১১ সালের আইরিশদের ওই রেকর্ড আবার ইংল্যান্ডের বিপক্ষেই।
আগেই বলা হচ্ছিল এবারের বিশ্বকাপের উইকেট হবে ব্যাটিং বান্ধব। সত্যিই তাই।  ভালো ব্যাটিং করলে দলীয় সংগ্রহটা অনায়াসেই ৩০০ পেরিয়ে যাচ্ছে। গতকাল কার্ডিফের সোফিয়া গার্ডেনে ব্যাটিং সহায়ক উইকেটের পুরো ফায়দা তুলে ইংলিশরা। জেসন রয়ের  ১৫৩, জনি বেয়ারস্টো ও জস বাটলারের দ্রুতগতির হাফসেঞ্চুরি তারা গড়ে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংস। ২০১১ বিশ্বকাপে ব্যাঙ্গালোরে ভারতের ৩৩৮ রানের জবাবে ৩৩৮ রানে টাই করেছিল ইংল্যান্ড। এতদিন পর্যন্ত ওটাই ছিল বিশ্বকাপে তাদের সর্বোচ্চ দলীয়। তবে বাংলাদেশের বিপক্ষে ইংলিশদের সর্বোচ্চ দলীয় ইনিংসটি ৩৯১ রানের। ২০০৫ সালে ট্রেন্ট ব্রিজে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজে ওই রান তুলেছিল থ্রি লায়ন্সরা।
বিশ্বকাপে ৪০০’র বেশি স্কোর আছে ৪টি। দক্ষিণ আফ্রিকা এই কৃতিত্ব দেখিয়েছে দুইবার। একবার করে অস্ট্রেলিয়া ও ভারত। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে বারমুডার বিপক্ষে ৪১৩/৫ রান সংগ্রহ করেছিল শচীন টেন্ডুলকার-রাহুল দ্রাবিড়রা। যেটি  বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ। আর গত বিশ্বকাপের গ্রুপ পর্বে দুবার ৪০০ ছাড়ানো ইনিংস উপহার দেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৮/৫ রানের পাহাড় গড়ে তারা। এরপর ক্যানবেরায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৪১১/৪ রান তুলে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে প্রোটিয়ারা। পঞ্চম সর্বোচ্চ স্কোরটি শ্রীলঙ্কার। ১৯৯৬ সালে ক্যান্ডিতে কেনিয়ার বিপক্ষে ৩৯৮ রান তুলেছিল তারা।
বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ
দল    রান    প্রতিপক্ষ    ভেন্যু    সন
অস্ট্রেলিয়া    ৪১৭/৬    আফগানিস্তান    পার্থ    ২০১৫
ভারত    ৪১৩/৫    বারমুডা    পোর্ট অব স্পেন    ২০০৭
দক্ষিণ আফ্রিকা    ৪১১/৪    আয়ারল্যান্ড    ক্যানবেরা    ২০১৫
দক্ষিণ আফ্রিকা    ৪০৮/৫    ওয়েস্ট ইন্ডিজ    সিডনি    ২০১৫
শ্রীলঙ্কা    ৩৯৮/৫    কেনিয়া    ক্যান্ডি    ১৯৯৬
নিউজিল্যান্ড    ৩৯৩/৬    ওয়েস্ট ইন্ডিজ    ওয়েলিংটন    ২০১৫
ইংল্যান্ড    ৩৮৬/৬    বাংলাদেশ    কার্ডিফ    ২০১৯
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status