খেলা

ওভালে ভারত-অস্ট্রেলিয়া মহারণ

স্পোর্টস রিপোর্টার

৯ জুন ২০১৯, রবিবার, ৯:৫০ পূর্বাহ্ন

বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ কেনিংটন ওভালে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই মোড়ল ভারত-অস্ট্রেলিয়া। নিকট অতীতে দ্বিপক্ষীয় সিরিজে একে অন্যের মোকাবিলা করেছে তারা। চলতি বছরের শুরুতে ভারতের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরেও ৩-২ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপে ভারতের বিপক্ষে অজিদের রেকর্ডও অনেক ভালো। ১১ ম্যাচে ৮ জয়। ২০০৩ সালের ফাইনালে ভারতকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছিল রিকি পন্টিংয়ের দল। এরপর ২০১১ সালের আসরের কোয়ার্টার ফাইনালে অজিদের হারায় ধোনি-যুবরাজরা। আর গত আসরের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচে স্টার্ক-কামিন্সদের পেসের সামনে দাঁড়াতেই পারেনি কোহলিরা।
ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথ নিষিদ্ধ হওয়ার পর বেশ দুর্বল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। টানা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ হারে তারা। কিন্তু ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয় বদলে দেয় অজিদের। এরপর আরব আমিরাতে পাকিস্তানকে পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করে। বিশ্বকাপেও প্রথম দুই ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া- প্রথমে আফগানিস্তান, পরে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতে এবারের বিশ্বকাপের সেরা কামব্যাক দেখেছে ক্রিকেট সমর্থকরা। দলীয় স্কোর ১০০ পেরোনোর আগেই ৫ উইকেট পড়ে গিয়েছিল অজিদের। সেখান থেকে তাদের স্কোর ২৮৮! টপ অর্ডার ব্যর্থতার দিনে বোলারের ভূমিকায় একাদশে থাকা নাথান কোল্টার-নাইল ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন। ৬০ বলে করেছিলেন ৯২! গণমাধ্যমের খবর, টিম কম্বিলেনশনের কারণে সেই কোল্টার-নাইলকে আজ নাও দেখা যেতে পারে!
গত বছর দ্বিতীয় সর্বাধিক ওয়ানডে ম্যাচ জেতা ভারতও বিশ্বকাপের শুরুটা করেছে ফেবারিটের মতো। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারায় কোহলির দল। ওই ম্যাচে ভারতীয় স্পিনাররা দারুণ বোলিং করেন। লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল একাই নেন ৪ উইকেট। আর আজকের ম্যাচের ভেন্যু ওভালে স্পিনারদের সাম্প্রতিক রেকর্ড ভালো। এখানে সর্বশেষ ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার ম্যাচে ১৭ উইকেটের মধ্যে দুদলের স্পিনাররা মিলে নিয়েছিলেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাই স্পিনারাই মূল অস্ত্র হবেন ভারতের। বড় বাউন্ডারির আর স্পিন সহায়তার কথা ভেবে অস্ট্রেলিয়াও একজন স্পিনার নিতে পারেন। সেক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন অফস্পিনার নাথান লায়ন। যদিও একাদশ কেমন হবে এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওভালের উইকেটে প্রচুর রান হচ্ছে। এখানে অনুষ্ঠিত দুটি ম্যাচেই প্রথমে ব্যাটিং করা দল ৩০০ প্লাস রান তুলেছে এবং তারাই জিতেছে। ফলে টস জয়ী দল আগে ব্যাটিং নিতে পারে। বৃটিশ গণমাধ্যম জানিয়েছে, আজ লন্ডনের আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে বিকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
লড়াইটা তাদেরও কোহলি-স্টার্ক
ওয়ানডে ও টেস্টের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত অধিনায়কের ব্যাটিং গড় ৫৩’র উপর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ১৮ রান করে আউট হওয়া কোহলি আজ প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠতে চাইবেন। তবে তাকে থামানোর জন্য অজিদের আছে মিচেল স্টার্ক। ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন বাঁহাতি এই গতি তারকা। ভয়ঙ্কর হয়ে উঠার আগেই কোহলিকে ফেরাতে চাইবেন তিনি। মাঠে এ দুজনের দ্বৈরথটা দারুণ জমবে।
বুমরাহ-ওয়ার্নার
অস্ট্রেলিয়ার অন্যতম ব্যাটিং ভরসা বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞার কারণে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কাটালেও ব্যাটের ধার এতটুকু কমেনি। প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাট হাতে মাত্র ৩ রান করেন ওয়ার্নার। ভারতের বিপক্ষে তার ব্যাটিং গড় ৪৫.৪২। তবে বিধ্বংসী ওপেনার ওয়ার্নারকে থামাতে ভারতের রয়েছে জাসপ্রিত বুমরাহ। ওয়ানাডেতে র‌্যাঙ্কিংসেরা বোলার বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ম্যাচ খেলে ১৪ উইকেটে নিয়েছেন তিনি। আর বিশ্বকাপ অভিষেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫ রানে তিনি নেন ২ উইকেট।
জাম্পা-চাহাল
২০১৬ সালে অভিষেকের পর ওয়ানডেতে এখন পর্যন্ত ৬৪ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা। এর মধ্যে ভারতের বিপক্ষে তার উইকেট ১৫টি। তার বোলিংয়ে বৈচিত্র রয়েছে। অপরদিকে, ভারতের যুজবেন্দ্র চাহাল। ৫১ রানে ৪ উইকেট নিয়ে যিনি প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে ধস নামান। সাবেক দাবারু চালাহ অন্যতম বুদ্ধিমান বোলার। একবার তিনি বলেছিলেন, দাবা আমাকে ধৈর্য ও পরিকল্পনা করতে শিখিয়েছে। যখন আপনি দাবা খেলবেন, আপনাকে আগে থেকেই ১৫-১৬ চাল অগ্রিম ভেবে রাখতে হবে।


মুখোমুখি পরিসংখ্যান
ম্যাচ: ১৩৬
ভারতের জয়: ৪৯
অস্ট্রেলিয়ার জয়: ৭৭
পরিত্যক্ত: ১০
বিশ্বকাপে মুখোমুখি: ১১
ভারতের জয়: ৩
অস্ট্রেলিয়ার জয়: ৮
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status