বাংলাদেশ কর্নার

বাংলাদেশের দর্শকদেরও ভয় পাচ্ছে ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক

৮ জুন ২০১৯, শনিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

কার্ডিফে বাংলাদেশের রেকর্ড খুব উজ্জ্বল। এখানে ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়াকে হারায় তারা। আর দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের ট্রান্স-তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ডকেও পরাজিত করে টাইগাররা। কার্ডিফে দুই ম্যাচে দুটিতেই জয়। তাও বড় দলের বিপক্ষে। সঙ্গে রয়েছে প্রচুর দর্শক সমর্থন। ইংল্যান্ডে এবারের বিশ্বকাপে বাংলাদেশের শুরুর দুই ম্যাচে লন্ডনের ওভাল মাঠের গ্যালারি ছিল টাইগার সমর্থকদের দখলে। বরাবরের মতো আজও গ্যালারিতে লাল-সবুজের আধিপত্য দেখা যাবে নিশ্চয়। আর বাংলাদেশের দর্শক সমর্থনকে ভয় পাচ্ছে খোদ স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশ পেস তারকা লিয়াম প্লাঙ্কেট বলেন, ‘দর্শক সমর্থন দিয়ে ইংল্যান্ডকে আপসেট করার একটা প্রবণতা রয়েছে উপমহাদেশের দলগুলোর। পাকিস্তান এই কাজে দক্ষ। ভারত ও বাংলাদেশও কাজটা ভালোই পারে। ওদের সমর্থকরা খুব হৈচৈ করে। তবে ওরা এভাবেই খেলতে পছন্দ করে।’ তবে এটাকে বড় কোনো ইস্যু মনে করছেন না ৩৪ বছর বয়সী প্লাঙ্কেট। তিনি বলেন, আমাদের খেলোয়াড়রা আইপিএল, বিগ ব্যাশের মতো বড় বড় টুর্নামেন্টে হাজার হাজার দর্শকদের সামনে খেলে অভ্যস্ত। ট্রেন্ট ব্রিজে আমরা কিছুটা নার্ভাস ছিলাম। নিজেদের সেরাটা দিতে পারিনি। কয়েকদিন বিশ্রামে কাটিয়েছি। আশা করি, বাংলাদেশের বিপক্ষে চনমনে থাকবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status