বাংলাদেশ কর্নার

ওভালে সাকিবময় দিন

স্পোর্টস ডেস্ক

৩ জুন ২০১৯, সোমবার, ৯:৫৭ পূর্বাহ্ন

দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক ছুঁলেন সাকিব আল হাসান। গতকাল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেন সাকিব। এর সুবাদে আরো একটি অর্জনে নাম লেখান বাঁহাতি এই অলরাউন্ডার। ২০০৭ সাল থেকে প্রত্যেক বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার অনন্য কীর্তি গড়েন সাকিব। এর মধ্যে টেস্টে ৩৮০৭, ওয়ানডেতে ৫৭৯২ এবং টি-টোয়েন্টিতে ১৪৭১ রান করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে বোল্ড করে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান ও ২৫০ উইকেট শিকারী ক্রিকেটারের রেকর্ড গড়েন সাকিব । সাকিবের আগে এই কীর্তিতে নাম তুলেছেন পাকিস্তানের আবদুর রাজ্জাক (২৩৪ ম্যাচ), শহীদ আফ্রিদি (২৭৩ ম্যাচ), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২৯৬ ম্যাচ) ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া (৩০৪)। যেখানে ১৯৭ ম্যাচে ৫৬৬৭ রান ও ২৪৯ উইকেট নিয়েছেন সাকিব।

বাংলাদেশের হয়ে সবার আগে তিন ফরম্যাটে ১১ হাজার রানে পৌঁছান বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।  টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তামিমের রান এখন ১২ হাজার ৫৩৫। তামিমের পর এই মাইলফলক ছুঁতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের একাদশ ওভারের দ্বিতীয় বলে এক রান নিয়ে ১১ হাজার রান পূর্ণ করেন সাকিব। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অভিষেক হয়েছিল তার। অভিষেক ম্যাচে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। সেই সাকিব এখন সব ফরম্যাটে বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য। ব্যাটে-বলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। যেমনটি দিলেন গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের সঙ্গে ১৪২ রানের জুটি গড়েন তিনি। আর এ জুটিতে ভর করেই প্রোটিয়াদের ৩৩১ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। বিশ্বকাপে এটি টাইগারদের যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। সাকিব-মুশফিকের যৌথ প্রযোজনায় ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম সেঞ্চুরি জুটি। জুটিতে পাঁচবার শতরান ছুঁয়েছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিম আর তামিম-সৌম্য সরকারও।

ইমরান তাহিরের বলে বোল্ড হওয়ার আগে ৮৪ বলে ৭৫ রান করেন সাকিব। যাতে ছিল ৮ বাউন্ডারি ও একটি ছক্কার মার। ইনিংস শেষে সাকিবের কাছে তার ইনিংস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ক্রিজে এসে ১০-১২ খেলার পরই বুঝতে পারি এ উইকেট ব্যাটিং সহায়ক। এখানে বড় ইনিংস ও জুটি গড়া সম্ভব। মুশফিককে নিয়ে সেভাবেই এগোনোর পরিকল্পনা করি।’ বাংলাদেশের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় তামিম-সাকিবের পরের স্থানেই মুশফিকুর রহীম। তিন ফরম্যাটে  ১০ হাজার ৭৭৩ রান রান এই  উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড জুটিতে তার অবদান ৮০ বলে ৭৮ রান। যাতে ছিল ৮ বাউন্ডারির মার।
আর মাঠে নামার সঙ্গে সঙ্গেই আরেকটি রেকর্ড হয়ে যায় সাকিবের- শীর্ষ অলরাউন্ডার হিসেবে টানা তিনটি ওয়ানডে বিশ্বকাপে খেলা। এমন কীর্তি আর কারোর নেই। সাকিবকে সৌভাগ্যবান বলতেই হবে। মাঝে শীর্ষ স্থানটা আফগানিস্তানের রশিদ খানের কাছে হারিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ভালো ব্যাটিং করায় শ্রেষ্ঠত্বটা ফিরে পান।
তিন ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রাহক
খেলোয়াড়        ম্যাচ    রান    সর্বোচ্চ    সময়কাল
তামিম ইকবাল     ৩২৩    ১২৫৩৫    ২০৬    ২০০৭-২০১৯
সাকিব আল হাসান    ৩২৬    ১১০৭০    ২১৭    ২০০৬-২০১৯
মুশফিকুর রহীম    ৩৪৯    ১০৭৭৩    ২১৯*    ২০০৫-২০১৯
মাহমুদুল্লাহ রিয়াদ    ২৯৭    ৭৬৬৩    ১৪৬    ২০০৭-২০১৯
মোহাম্মদ আশরাফুল    ২৫৯    ৬৬৫৫    ১৯০    ২০০১-২০১৩
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status