ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

শাহজাদকে ব্যঙ্গ করলো আইসিসি!

স্পোর্টস ডেস্ক

৩ জুন ২০১৯, সোমবার, ৯:৫৫ পূর্বাহ্ন

খেলোয়াড়দের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ, মজা-তামাশা করা ভক্ত-সমর্থকদের কাজ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল টুইটার পেজ থেকে যখন কোনো ক্রিকেটারকে নিয়ে মজা করা হয় সেটি দৃষ্টিকটুই দেখায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, গতকাল আইসিসির ট্রোলের শিকার হয়েছেন আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।
ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ২০৭ রানে অলআউট হয় আফগানিস্তান। ব্যাটিং শক্তিতে বলিয়ান অজিদের জন্য টার্গেটটা মামুলিই ছিল। ওপেনার ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৮৯ রানে ১৫.১ ওভার ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তবে ওয়ার্নার আউট হতে পারতেন ২২ রানেই। ইনিংসের ১৩তম ওভারে মোহাম্মদ নবীর বলে উইকেট ছেড়ে মারতে গিয়েছিলেন তিনি। ব্যাটে-বলে হয়নি। কিন্তু সহজ স্ট্যাম্পিং মিস করেন আফগান উইকেটরক্ষক শাহজাদ। উল্টো উইকেটে বল লাগাতে গিয়ে নিজেই চিৎপটাং! ম্যাচজুড়েই শাহজাদের উইকেটকিপিং ছিলো আনকোরা। ওয়ার্নারের স্ট্যাম্পিং মিসের পর নিজেদের অফিসিয়াল বিশ্বকাপ টুইটার অ্যাকাউন্ট থেকে শাহজাদের একটি ছবি পোস্ট করে আইসিসি। ক্যাপশনে লেখা ছিল, ‘এই ছবি জাদুঘরে স্থান পাওয়ার যোগ্য।’ অবশ্য মিনিট পাঁচেক পরই ছবিটি মুছে ফেলে তারা। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে। অনেকেই আইসিসির মতো আন্তর্জাতিক একটি সংস্থার এমন পোস্টের সমালোচনা করেছেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status