বাংলাদেশ কর্নার

১১ হাজার রানের মাইলফলকে সাকিব

বিশ্বকাপ ডেস্ক

২ জুন ২০১৯, রবিবার, ৫:৪৭ পূর্বাহ্ন

টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি- এই তিন ফরম্যাটেই রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেই এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। বাংলাদেশের হয়ে সবোর্চ্চ রানের রেকর্ডটি তামিম ইকবালের। তিন ফরমেটে টাইগার ওপেনার করেছেন ১২ হাজার ৫১৯ রান।

এদিকে ওভালে প্রোটিয়াদের বিপক্ষে আজকের খেলায় যদি সাকিব আল হাসান মাত্র একটি উইকেট পান তাহলে ওয়ানডেতে ২৫০ উইকেট শিকারি ক্রিকেটারের তালিকায় প্রথম স্থানটি দখল করবেন।

সাকিব আল হাসান ১৯৫ ইনিংসে বল করে নিয়েছেন ২৪৯ উইকেট। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আর কোনো ক্রিকেটার এতো দ্রুত এই মাইলফলক স্পর্শ করতে পারেননি। আর একটি উইকেট নিলে নিজের নামটি সেই মাইলফলকে ওঠাবেন সাকিব।

এর আগে মাত্র চারজন ক্রিকেটার পাঁচ হাজার রান ও আড়াইশ উইকেট নিয়েছেন। সবচেয়ে দ্রুততম সময়ে এই রেকর্ডটি করেন পাকিস্তানের আবদুর রাজ্জাক (২৩৪ ম্যাচ), এরপরেই রয়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার।

শহীদ আফ্রিদি ২৭৩ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ২৯৬ ম্যাচে ও  শ্রীলংকার কিংবদন্তি অলরাউন্ডার সনৎ জয়াসুরিয়া ৩০৪ ম্যাচে এই রেকর্ড করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status