বাংলাদেশ কর্নার

ম্যাককালামের ভবিষ্যদ্বাণী, বাংলাদেশ জিতবে মাত্র একটি ম্যাচ!

বিশ্বকাপ ডেস্ক

১ জুন ২০১৯, শনিবার, ৮:১৩ পূর্বাহ্ন

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৩০শে মে ইংল্যান্ডের মাটিতে শুরু হয়েছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর। টানা ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে বাংলাদেশও। তবে এবারের আসরে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবেই গণ্য করছেন বিশ্বের ক্রিকেট বোদ্ধারা। অনেকেই বলছেন, ফেভারিট দলগুলোর পাশাপাশি শক্তি দেখাবেন টাইগারাও। তাছাড়া সমর্থকদের মধ্যেও নিকট অতীতের রেকর্ড অনুযায়ী বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা একটু বেশিই রয়েছে। অথচ এর মধ্যেই নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামের এক ভবিষ্যদ্বাণীতে তোলপাড় শুরু হয়েছে সর্বত্র। তিনি বলেছেন, বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে জিতে পারে বাংলাদেশ।

সম্প্রতি বিশ্বকাপের গ্রুপ পর্ব নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছেন ম্যাককালাম। সেটা আবার তার ইনস্টাগ্রামে শেয়ারও করেন এই ক্রিকেটার। তাতে দেখা যায় শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই জিতবে বাংলাদেশ। অর্থাৎ গ্রুপ পর্বের বাকি আটটি ম্যাচেই হারবে টাইগাররা। বাংলাদেশের মতো একটি ম্যাচ জিতবে শ্রীলঙ্কাও, সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ ও লঙ্কানদের চেয়ে ম্যাককালাম এগিয়ে রেখেছেন আফগানিস্তানকে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া আফগানদের নামের পাশে দুই জয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status