বিনোদন

ঈদ ইত্যাদি’তে এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মণ্ডল

স্টাফ রিপোর্টার

২৭ মে ২০১৯, সোমবার, ৮:৪১ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদি’র চমকানো সব বিষয়ের মধ্যে একটি হচ্ছে অনুষ্ঠানের শেষভাগে দেশাত্মবোধক গান। আর প্রতি ঈদেই দেশের বিশিষ্ট শিল্পীদের দিয়ে ব্যতিক্রমধর্মী বিষয়ভিত্তিক এই গানটি করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। আর এবারের ঈদ ইত্যাদি’তে প্রচারিতব্য দেশাত্মবোধক গানটিতে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মণ্ডল। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানের প্রথম দু’লাইন হচ্ছে-‘বাংলাদেশের আকাশে যেই উঠলো ফুটে চাঁদের হাসি, বললো আকাশ, এদেশটাকে ভালোবাসি ভালোবাসি...’। গানটির চিত্রায়ণে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। তারা গানটির সঙ্গে বিভিন্ন কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছে। কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল। চিত্রায়ণ, কথা ও সুরের ভিন্নতা, শিল্পীদের অসাধারণ পরিবেশনা, শিক্ষার্থীদের কোরিওগ্রাফি আর স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি-সব মিলিয়ে এবারের ঈদ ইত্যাদি’তে গানটি ভিন্ন আবহ সৃষ্টি করেছে, এনেছে ভিন্নমাত্রা। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড। প্রতিবারের মতো এবারও বিশেষ ‘ইত্যাদি’ ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status