বিশ্বজমিন

চুক্তি হোক বা না হোক ৩১ অক্টোবরই ইইউ ছাড়ছে বৃটেন

মানবজমিন ডেস্ক

২৬ মে ২০১৯, রবিবার, ৪:৪৫ পূর্বাহ্ন

যা ই হোক না কেনো আগামী ৩১ অক্টোবরই বৃটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়বে বলে জানিয়েছেন কনজারভেটিভ দলের এমপি ইস্থার ম্যাকভি। এমনকি কোনো ধরণের চুক্তি ছাড়াই যদি ইইউ থেকে আলাদা হতে হয় তাহলেও ওই দিনের পর আর ইইউর সঙ্গে থাকছে না বৃটেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তেরেসা মের পদত্যাগের পর তার স্থান দখলের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইস্থার ম্যাকভি। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রেক্সিটপন্থী সাবেক এ মন্ত্রী বলেন, ৩১ অক্টোবরই শেষ দিন, এরপর আমরা বেড়িয়ে আসব। যদি এরমধ্যে কোনো চুক্তি না হয় তবে সেভাবেই বেড়িয়ে আসবে বৃটেন। তিনি আরও বলেন, আমরা এই সময়ের পর আর অতিরিক্ত সময় চেয়ে নেব না। এটাই নির্ধারিত দিন। আর এই অংশটিই আমাদের জনগণ, ব্যবসায়ী কেউ পছন্দ করছে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status