অনলাইন

বেলজিয়ামের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন বাংলাদেশী শায়লা শারমিন

অনলাইন ডেস্ক

২৬ মে ২০১৯, রবিবার, ১:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা শারমিন। বেলজিয়ামের নাগরিক হলেও প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের প্রতি রয়েছে তার প্রগাঢ় টান। সেই টান থেকেই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশটির মূলধারার সংস্কৃতির সমন্বিতকরণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি স্বপ্ন দেখেন প্রবাসী বাংলাদেশিরা বেলজিয়াম তথা সমগ্র ইউরোপে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত হবেন।

ইতিমধ্যে তিনি এন্টারপেন কাউন্সিলর হিসেবে (পিভিডিএ) নির্বাচিত হয়েছেন এবং এখনও তিনি স্বপদে বহাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, একটা সময় বাংলাদেশি প্রবাসীরা এখানে নানা রকম সমস্যার মুখোমুখি হতো, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতো, অনেক সংগ্রামের ফলে আমরা সেসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি।

আজ ইউরোপের রাজধানী খ্যাত বেলজিয়াম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে প্রথমবারের মতো এমপি প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর শায়লা শারমিন। তাই এবারের নির্বাচনটি প্রবাসী বাংলাদেশিদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

শায়লা শারমিন জানান, প্রবাসী বাংলাদেশিদের বেলজিয়াম তথা সমগ্র ইউরোপে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status