দেশ বিদেশ

কৃষককে ধানের ন্যায্যমূল্য দিতে হবে: ছালাউদ্দিন ছালু

স্টাফ রিপোর্টার

২৬ মে ২০১৯, রবিবার, ১০:৩১ পূর্বাহ্ন

ন্যাশনাল পিপল্‌স পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, আমাদের দেশে কৃষি উৎপাদন ব্যবস্থায় হাতিয়ারের ঘাটতি নেই। বোরো ধানের বাম্পার ফলনই সেটা প্রমাণ করেছে। তাই ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। কৃষককে ধানের প্রতিমণের দাম অন্তত একহাজার ২০০ টাকা নির্ধারণ করা প্রয়োজন। তা না হলে রোজাদার কৃষকের অভিশাপ থেকে নিজেদের রক্ষা করা যাবে না। গতকাল রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল জলসা ঘরে এনপিপি নেতৃত্বাধীন এনডিএফ জোট আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনপিপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মো. জাহিদুর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন- এনপিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মণ্ডল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি একেএম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আবদুল হাই সরকার, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকুজ্জামান খান দুদু, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি মো. আনিসুর রহমান দেওয়ান, বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি)’র চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এর চেয়ারম্যান ছাবের আহমেদ (কাজী ছাব্বীর), ডিপিবি’র চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন- এনপিপি ও এনডিএফ জোটের নেতৃবৃন্দ।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status