বাংলারজমিন

ময়মনসিংহে ৬ মোটরসাইকেল চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৬ মে ২০১৯, রবিবার, ১০:১০ পূর্বাহ্ন

 ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জন সংঘবদ্ধ মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে চোরাই ৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে। পেশাদার এই চোর চক্রটির মূল হোতারা মোটরসাইকেল চুরির জন্য চোরদেরকে অগ্রিম টাকা দিতো। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এই তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, ঈদুল ফিতর উপলক্ষে কোতোয়ালি থানা পুলিশ গত ২৪শে মে দুপুরে মাসকান্দা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে মোটর চোর চক্রের সদস্য আশরাফুল (১৮)কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ২টি চোরাইকৃত মোটরসাইকেলের সন্ধান দেয়। তার তথ্যের ভিত্তিতে পুলিশ চুরখাই থেকে ২টি মোটসাইকেল উদ্ধার করে। তার তথ্যের ভিত্তিতে রাজন মিয়া (২৫)কে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পর্যায়ক্রমে চোর চক্রের সদস্য হাফিজুল (২৬) কে একটি টিভিস মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তাদের সহযোগী ইস্রাফিল (২৫)কে গ্রেপ্তার করে তার কাছ থেকে আরো একটি টিভিস মোটরসাইকেল উদ্ধার করা হয়। এবং তাদের সহযোগী রেজাউল করিম (২৪) ও মো. ইসমাইল (৩০)কে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ চোর চক্রের অন্য সদস্যদেরকে গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে। এসময় কোতোয়ালি মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, ছিনতাইকারী, সন্ত্রাসী, শহরে যানজট নিরসনে অবৈধ ফুটপাথ দখলমুক্ত, মাদক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status