দেশ বিদেশ

ফুলবাড়ীতে ভেজাল খাদ্য ও তেল কারখানার সন্ধান

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২৬ মে ২০১৯, রবিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

রাইস মিলের আড়ালে ভেজাল খাদ্য ও নিম্নমানের ভোজ্য পণ্য সামগ্রীর কারখানার সন্ধান পাওয়া গেছে। পবিত্র মাহে রমজানে অধিক লাভের আশায় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে অবৈধভাবে স্থাপিত ওই কারখানার (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই নিম্নমানের চানাচুর, সরিষার তেল, সয়াবিন তেল, বল সাবান উৎপাদন করা হতো। উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী জোসনার মোড় এলাকায় একটি রাইচ মিলের আড়ালে নিম্নমানের এসব সামগ্রী তৈরি করে বাজারজাত করে আসছিলেন জোসনার মোড় এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান। তিনি মেসার্স আপেল চাল কল ও ঘোড়া মার্কা সরিষার তেলের (বিএসটিআই) এর অনুমোদন নিয়ে ব্যবসা শুরু করেন। কিন্তু সেখানে চাল কলের কোনো নমুনা না থাকলেও ওই চাল কলের ব্যবসার আড়ালে অস্বাস্থ্যকর পরিবেশে দেশের বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার ও লোগো ব্যবহার করে নিম্নমানের ঘোড়া মার্কা সরিষার তেল, জান্নান সরিষার তেল, আপেল চানাচুর ও চমক বল সাবান তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে। শুধুমাত্র ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স দিয়ে অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, আমি খবর পেয়েছি যতদূর সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন বলেন, ভেজাল কারখানার কথা শুনেছি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status