খেলা

পাকিস্তানকে বার্তা দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

২৬ মে ২০১৯, রবিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে বার্তা দিলো আফগানিস্তান। গতকাল (শুক্রবার) আগে ব্যাট করতে নেমে সবক’টি উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৩ উইকেট ও ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। এ নিয়ে টানা ১১ ম্যাচ হারলো পাকিস্তান। এর আগে আরব আমিরাতে পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ ও ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের প্রত্যেকটিতে হারে সরফরাজ আহমেদের দল। দিনের অপর প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ২৫১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৪ উইকেট নেন আন্দিলে ফেহলুকাওয়ো।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০০ রানে ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। পঞ্চম উইকেটে বাবর আজম-শোয়েব মালিকের ১০৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। মালিককে (৪৪) ফিরিয়ে এ জুটি ভাঙেন অফস্পিনার মোহাম্মদ নবী। এরপর আর বড় কোনো জুটি দাঁড় করাতে পারেনি পাকিস্তান। বাবর ১১২ রান করে আউট হন। আর পাকিস্তান থেমে যায় ৪৭.৫ ওভারেই। আফগান স্পিনাররা দারুণ বোলিং করেন। লেগস্পিনার রশিদ খান ৯ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। নবীর শিকার ৩ উইকেট। পেসার দৌলত জাদরানও নেন ২টি। রান তাড়া করতে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন হযরতুল্লাহ জাজাই। ১১ ওভারেই ৮০ রান তুলে ফেলে আফগানিস্তান। মাত্র ২৮ বলে ৪৯ রান করে আউট হন এই বাঁহাতি। ২৩ রান করে ব্যথা পাওয়ায় মাঠ ছেড়ে যান আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদ। এরপর রহমত শাহ (৩২), সামিউল্লাহ শিনওয়ারির (২২) উইকেট হারালেও জয়ের দিকেই এগোতে থাকে আফগানিস্তান। শেষের দিকে পাকিস্তানি পেসাররা চেপে ধরে আফগানদের। ৪৭তম ওভারে সেট ব্যাটসম্যান মোহাম্মদ নবীকে (৩৪) ফেরান মোহাম্মদ হাসনাইন। পরের ওভারে এসে জোড়া আঘাত হানেন শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ডাক পাওয়া ওয়াহাব রিয়াজ। আফগান অধিনায়ক গুলবাদিন নাইব (৭) ও নাজিবুল্লাহ জাদরানকে ফেরান ওয়াহাব। শেষ ২ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল আফগানিস্তানের। শাবাদ খানের করা ৪৯তম ওভারে আসে ১০ রান। আর ওয়াহাব রিয়াজের শেষ ওভারে ৪ বলেই ৪ রান নিয়ে জয় নিশ্চিত করে ফেলেন হাসমতুল্লাহ শাহিদি-রশিদ খান। ১০২ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন শাহিদি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status