বাংলারজমিন

মানুষের উন্নত জীবনমানে কাজ করছে ঢাকা ক্রেডিট- ভ্যাটিকানের রাষ্ট্রদূত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২৬ মে ২০১৯, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী বলেছেন দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বহুমুখী প্রকল্প ঢাকা ক্রেডিট সমিতি মানুষের জীবনমানের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সেবা পাবে। এ সময় তিনি ঢাকা ক্রেডিটের সকল কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আশা করি তারা আন্তরিকতার সঙ্গে এধরনের সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখবে। গতকাল সকালে ঢাকার নবাবগঞ্জে উপজেলার মোলাশীকান্দা জোনাস রোজারিও ভবনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ক্রেডিট সমিতির বান্দুরা বহুমুখী প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোচেরী আরো বলেন, ২০১৭ সালে পোপ বাংলাদেশ সফর কালে সমিতির প্রেসিডেন্ট মার্কুজ গমেজের সঙ্গে দেখা হয়েছে। সে সময় পোপ এ সমিতির বিষয়ে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট মার্কুজ গমেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হিউবার্ট গমেজ, কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. আবদুল খালেক খান, দি মেট্রোপলিটন কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়াম্যান আগস্টিন পিউরীফিকেশন, বিআরডিবি’র উপ-প্রকল্প কর্মকর্তা (পজীব) মো. ইসহাক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাভেল, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status