বাংলারজমিন

ঠাকুরগাঁওয়ে ধানের ন্যায্যমূল্যের দাবিতে সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি

২৬ মে ২০১৯, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

ধানসহ উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও সরকারিভাবে প্রকৃত কৃষকের কাছে ধান ক্রয়ের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক খোচাবাড়ি এলাকায় কৃষকরা ধানের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করে আন্দোলনকারীরা। পরে তারা রাস্তায় ধান ফেলে সড়ক অবরোধ করে। এ সময় বক্তব্য রাখেন মাহবুব আলম রুবেল, আহসানুল হাবিব, রেজয়ানুল হক রিজু, সাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সড়ক অবরোধের কারণে উভয় দিকে শ’ শ’ যানবাহন আটকা পড়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ শেষে আন্দোলন কারীরা কর্মসূচি তুলে নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status