বাংলারজমিন

৪ বছর পর কামরান হত্যার রহস্য উদ্‌ঘাটন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৬ মে ২০১৯, রবিবার, ৯:৪১ পূর্বাহ্ন

এক লন্ডনি মৌলভীবাজার শেরপুর গোলচত্বরে আক্কাসের ভিডিও দোকানে একটি কক্ষ ভাড়া করে প্রায়ই কামরানকে বলাৎকার করতো। একদিন কামরান রাজি না হওয়ায় লন্ডনি ক্ষেপে গিয়ে তাকে মারপিট করে। পরবর্তীতে প্রতিশোধ নিতে লন্ডনি কামরানকে হত্যা করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনায় পলাতক আসামি ইউনুছকে দশ হাজার টাকা দিয়ে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখ রাতে কামরানের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় কামরানের বাবা মুনির উদ্দিন (মামলা নং-০৬) দায়ের করেন। ৪ বছর পর এই চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বিকালে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। তিনি জানান আসামি ইউনুছ, সাদ্দাম, বাদশা, কামাল, মহসিন, আলী, রাহিন সহ গভীর রাতে কামরানের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর কামরানের লাশ পিকআপ গাড়ির ভিতর ড্রাইভারের সিটের ওপর ফেলে রাখে। হত্যাকাণ্ডের সময় জনৈক লন্ডনি ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে পাহারা দেয়। লন্ডনির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। শনাক্তকরণের জোর প্রচেষ্টাসহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। জানা যায় ৪ বছর আগে নবীগঞ্জ উপজেলার মো. মুনির উদ্দিনের ছোট ছেলে মো. কামরান হোসেন (১৩) অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যায়। সে তখন ৪র্থ শ্রেণির ছাত্র ছিল। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সে ছিল সবার ছোট। কামরানের পরিবারের অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন যে তাদের ছেলে কামরান শেরপুর বাজারে ফলের দোকানসহ আশ পাশের ফলের দোকানের ফল নামানোর কাজ করে। এই খবরে কামরানের বাবা মুনির উদ্দিন শেরপুর আসেন। তখন কামরান তার বাবাকে দেখে পালিয়ে যায়। তখন তার বাবা ফলের দোকানদারদের তার ছেলের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানিয়ে বাড়ি চলে আসেন। তারপর ১৫ সালের ৪ঠা সেপ্টেম্বর কামরানের মৃতদেহ গাংপাড় রোডে মঞ্জিল ওয়ার্কশপের সামনে একটি পিকআপ গাড়ির ভিতর সামনের সিটের ওপর পাওয়া যায়। শেরপুরের পুলিশ ফাঁড়ির লাশ ময়নাতদন্তের পর বাদী মুনির উদ্দিন মৌলভীবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দফায় দফায় মামলার তদন্তের কোনো রহস্য উদঘাটন হচ্ছিল না। আদালত পুনরায় তদন্তের জন্য মামালাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেয়। দীর্ঘ তদন্তের পর বিভিন্ন সময়ে রহস্য উদঘাটনের জন্য গুপ্তচর নিয়োগ করা হয়। একপর্যায়ে সোর্সের পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আসামি মহসিন তাহার বাড়িতে অবস্থান করছে। তখন তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মহসিনকে গ্রেপ্তার করার পর জিজ্ঞসাবাদে সে কামরানকে হত্যার কথা স্বীকার করে এবং এই হত্যাকাণ্ডের সাথে শেরপুরের সাদ্দাম, বাদশা, কামাল, ইউনুস, আলী, রাহিনদের নাম প্রকাশ করে। এরপর একে একে সাদ্দাম, বাদশা, কামালদেরকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তারকৃত মহসিন, সাদ্দাম, বাদশা, কামালদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহারা ৪ জনই কামরান হত্যা কান্ডের সাথে জড়িত বলে স্বীকার করে। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিবিআই পুলিশের ইন্সপেক্টর আতিকুল ইসলাম, নজরুল ইসলাম, সাব-ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মোল্লা প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status