বাংলারজমিন

সিলেটে অর্থনীতি সমিতির ‘বিকল্প বাজেট’ বিষয়ক সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৬ মে ২০১৯, রবিবার, ৯:৪০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ সিলেটে প্রথমবারের মতো ‘বিকল্প বাজেট’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১১টায় সিলেট জেলায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ ‘বিকল্প বাজেট’ উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত ১২ লাখ ৪০ হাজার ৯০ কোটি টাকার বাজেটের মধ্যে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে মোট ২০টি নতুন উৎস নির্দেশ করা হয়েছে, যা অতীতে ছিল না। রাজস্ব আয় বৃদ্ধির বিভিন্ন দিকনির্দেশনা পূর্বক এবারই প্রথম বৈদেশিক ঋণ নির্ভরতামুক্ত বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শিক্ষা ও প্রযুক্তি, জনপ্রশাসন, পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সুদ, কৃষি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, প্রতিরক্ষা, গৃহায়ন, শিল্প ও অর্থনৈতিক সার্ভিস, বিনোদন, সংস্কৃতি ও ধর্ম প্রস্তাবিত বাজেটে উল্লিখিত খাতসমূহকে অগ্রাধিকার দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। বিকল্প বাজেটে প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ বলেন, সরকারি আয় বৃদ্ধির নতুন এসব উৎসের মধ্যে রয়েছে অর্থপাচার রোধ থেকে আহরণ, কালো টাকা উদ্ধার থেকে আহরণ, বিদেশি নাগরিকদের ওপর কর, বিদেশি পরামর্শক ফিস, বন্ড মার্কেট, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্ব, সেবা থেকে প্রাপ্তি কর, সম্পদ কর, তার ও টেলিফোন বোর্ড, টেলিকম রেগুলেটরি কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিআইডাব্লিউটিএ, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অনুমতি নবায়ন ফিস, ওষুধ প্রস্তুতকারি কোম্পানির লাইসেন্স ও নবায়ন ফিস, সরকারি স্টেশনারি বিক্রয় ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সিকৃবি ডিন কাউন্সিল আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status