অনলাইন

জনগণ ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব: ড. কামাল

স্টাফ রিপোর্টার

২৫ মে ২০১৯, শনিবার, ৮:০২ পূর্বাহ্ন

দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। আজ শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত এক ইফতার মাহলিলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে সবকিছু করা সম্ভব। অসম্ভবকে সম্ভব করা যায়। আমাদের যে লক্ষ্য আছে সেটাকে অর্জন করতে হলে, স্বাধীনতার ঐক্যকে রক্ষা করতে হলে প্রতিটি ঘরে ঘরে ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের মালিক জনগণ। জনগণকে দেশের মালিকানা ভোগ করতে হবে। নির্বাচনের অর্থ হল অবাধ নিরোপেক্ষা নির্বাচন। আপনারা ঐক্যবদ্ধা থাকেন। সংবিধানের প্রতিশ্রুতি রক্ষা করেন। তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে যারা সরকারে বসে আছে তারা কেউ জনগণের প্রতিনিধিত্ব করেনা। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। জোর জবরদস্তি করে তারা ক্ষমতায় আছে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, রাষ্ট্র বিজ্ঞানী দিলারা চৌধুরী, গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তফা মোহসীন মন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা অবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আসিফ নজরুল প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status