অনলাইন

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে লক্ষ্মীপুরে একজনকে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

২৪ মে ২০১৯, শুক্রবার, ২:০৮ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. সোলায়মান নামে একজনকে আটক করছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সোলায়মানের কাছে থাকা ব্যবহৃত মোবাইলে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়ায় লক্ষ্মীপুর সরকারী কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটকৃত সোলায়মান সদর উপজেলার ভবানীগঞ্জের আবদুল করিমের ছেলে। তবে আটককৃত সোলায়মান প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করে বলেন, ২৫ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র মোবাইলে পাঠিয়েছে জাহিদ নামে তার এক সহযোগি। এর বেশি কিছু বলতে রাজি নয় সে।

অপরদিকে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান,  মোবাইলে প্রশ্নপত্রের আলামত পাওয়া সোলায়মান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। কিভাবে তার ব্যবহত মোবাইলে প্রশ্ন আসলে, সে বিষয়ে জিজ্ঞাবাদ করা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status