ভারত

এনডিএ ৩৫৪টি আসন পেয়ে রেকর্ড করেছে, ইউপিএ আটকে আছে ৯০ আসনে

কলকাতা প্রতিনিধি

২৪ মে ২০১৯, শুক্রবার, ১১:৫৯ পূর্বাহ্ন

ভারতে গেরুয়া ঝড় অতীতের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। বিজেপি এককভাবে ৩০৩টি আসন পেয়ে গতবারের রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে। জোট হিসেবেও বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ অতীতের রেকর্ড ভেঙ্গে ৩৫৪টি আসন পেয়েছে। গতবারের চেয়ে এই জোট ১৯টি আসন বেশি পেয়েছে।  নির্বাচন কমিশনের সর্বশেষ খবর অনুযায়ী, ৫৪২টি আসনে মধ্যে ৫২৮টি আসনে ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে । বাকী ১৪টি আসনের ফল ঘোষণা বাকী রয়েছে। তবে কোন দল সেগুলিতে এগিয়ে রয়েছে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, বিজেপি গতবারের চেয়ে ২১টি আসন বেশি পেয়ে এবার ৩০৩টি আসন পেয়েছে। এর মধ্যে ২৯৮টির ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বাকী ৫টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে জাতীয় কংগ্রেস  ৫২টি আসন পেয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। অন্যান্য আঞ্চলিক দলগুলির মধ্যে বিজেপির শরিক সংযুক্ত জনতা দল পেয়েছে ১৬টি আসন,  শিবসেনা পেয়েছে ১৮টি আসন, শিরোমণি আকালি দল পেয়েছে ২টি আসন, লোক জনশক্তি পার্টি পেয়েছে ৬টি আসন, মিজো ন্যাশানাল ফ্রন্ট ১টি আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট ইউপিএ পেয়েছে ৯০টি আসন।

গতবারের চেয়ে এই জোট অবশ্য ৩১টি আসন বেশি পেয়েছে। এই জোটের শরিক ডিএমকে পেয়েছে ২৩টি আসন, ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি পেয়েছে ৫টি আসন, মুসলিম লীগ পেয়েছে ৩টি আসন,  জনতা দল সেকুলার পেয়েছে ১টি আসন,  ঝাড়খন্ড মুক্তি মোর্চা পেয়েছে ১টি আসন, কেরালা কংগ্রেস মণি পেয়েছে ১টি আসন ও বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টি পেয়েছে ১টি আসন। এই দুই জোটের বাইরে আঞ্চলিক দলগুলির অধিকাংশ ক্ষেত্রেই ভরাডুবি হয়েছে। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এবং ওয়াইএসআর কংগ্রেস খুবই ভাল ফল করেছে। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পেয়েছে ৯টি আসন এবং ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ২২টি আসন।  বিজু জনতা দল পেয়েছে ১২টি আসন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অবশ্য ২২টি আসন ধরে রাখতে পেরেছে। সমাজবাদী পার্টি  পেয়েছে  ৫টি আসন।  অন্যদিকে বহুজন সমাজ পার্টি পেয়েছে ১০টি আসন। তবে বিরোধী জোট তৈরির কাজে ব্যস্ত তেলেগু দেশম নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়েছে। এই দল পেয়েছে মাত্র ৩টি আসন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status