বাংলারজমিন

মাইক হাতে ছুটে চলেছেন সিলেটের ডিসি ফয়সাল মাহমুদ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৪ মে ২০১৯, শুক্রবার, ৯:৩৮ পূর্বাহ্ন

রমজান শুরু সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি ফয়সল মাহমুদের কাজ শুরু। মাইক হাতে ছুটে চলেছেন তিনি। সঙ্গে পুলিশের বহর। যেখানেই প্রতিবন্ধকতা দেখছেন সেখানেই তিনি অভিযান চালাচ্ছেন। করছেন পথসভাও। তার এই কাজে খুশি সিলেটের মানুষ। এ কারণে এবার সিলেটে যানজট সহনীয়। আর এর বেশির ভাগ কৃতিত্ব পাচ্ছেন ডিসি ফয়সল মাহমুদ। সিলেটেই বাড়ি এ পুলিশ কর্মকর্তা জানালেন- রমজানে মানুষকে স্বস্তি দেয়াই হচ্ছে আমাদের কাজ। পাশাপাশি আইন মেনে চলার ট্রেডিশন চালু করতে প্রানান্তকর এই লড়াই চালিয়ে যাচ্ছি। গতকাল বেলা ১২টায় নগরীর আম্বখানা থেকে হাউজিং এস্টেট, দরগা গেইট, খাসদবির রোড, শাহী ঈদগাহ রোড পযর্ন্ত এ অভিযান ও পথসভা পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ। এ সময় সাধারণ নাগরিকদের ট্রাফিক নিয়মাবলী ও সড়কের চলাচল সম্পর্কিত সচেতনতা মূলক বক্তব্য প্রদান করা হয়। পথসভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন- আসুন সড়কের শৃঙ্খলায় রক্ষায় সকলে জোড়ালো ভূমিকা পালন করি, অভারটেকিং করবেন না, একজনের আগে আরেকজন যাবেন না, ওভারটেকিং করবেন না, বিপদে পড়বেন না, আস্তে ধীরে চালাবেন গাড়ি- তাড়াতাড়ি পৌঁছাবেন বাড়ি। তাড়াহুড়া করবেন না বিপদে পড়বেন না। এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোর্তিময় সরকার, পিপিএম সহ সচেতন নাগরিকবৃন্দ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ বলেন- যেখানে রং পার্কিং, রাস্তার উপর অবৈধ দোকানপাট, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা সেখানে অভিযান চালাবে ট্রাফিক বিভাগ। এছাড়াও নাগরিকদের ট্রাফিক সচেতনতার লক্ষ্যে পথসভা অব্যাহত ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status