বাংলারজমিন

তানোরে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা!

তানোর (রাজশাহী) সংবাদদাতা

২৪ মে ২০১৯, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে ঘায়েল বা বসে আনতে প্রতিপক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ উঠেছে। তানোরের পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্য চরম অসন্তোষ দেখা দিয়েছে তারা বিষয়টিকে সাজানো অ্যাখা দিয়ে সরেজমিন অনুসন্ধান করে প্রকৃত ঘটনা উৎঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এ ঘটনায় চলতি বছরের ২১শে মে মঙ্গলবার কৃষ্ণপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মাইনুল ইসলামের স্ত্রী পলী বেগম বাদী হয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন, অভিযোগে একই গ্রামের বাসিন্দা আব্দুল মণ্ডলের পুত্র আব্দুর রশিদকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ২০শে মে সোমবার দিবাগত রাতে ওই গৃহবধূর ঘরের জানালায় উঁকি ও জানালা কে বা কারা ভাঙচুর করেছে তবে তাদের সন্দেহ আবদুর রশিদ এই কাজ করেছে। এদিকে এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য উঠে এসেছে, আবদুর রশিদ পরিবারের দাবি পূর্ববিরোধের জের ধরে তাদের ফাঁসিয়ে বসে আনতে পলী বেগম এমন নোংরা অপপ্রচার ও অভিযোগ করেছেন। ওদিকে পলী বেগমের দাবি আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যদের যৌনহয়রানি করে আসছে। অন্যদিকে গ্রামের সাধারণ মানুষ এটাকে সাজানো ঘটনা অবহিত করে বলেন, পলী বেগমের পরিবারের সদস্য রফিক, শফিক ও মিন্টু মিলেমিশে লাঠিসোটা দিয়ে আবদুর রশিদকে মারপিট করে ঘটনা ধামাচাপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে উল্টো রশিদের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করেছে।
তারা বলেন, ঘটনা সরজমিন তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status