বাংলারজমিন

মীরসরাইয়ে তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের কমিটি গঠন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

২৪ মে ২০১৯, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদরাসা তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের এক সাধারণ সভা গত ২৫শে এপ্রিল বিকাল ৪টা মীরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা প্রণব কুমার চৌধুরী সভাপতিত্বে এবং রেজাউল করিমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তৃতীয় শ্রেণির কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য কার্যকরী কমিটি ‘১৯’ গঠন করা হয়। এতে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের মো. সফর আলীকে সভাপতি এবং হিঙ্গুলী কদমতলা ইসলামীয়া দাখিল মাদরাসা মো. রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটি অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তৈতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসা মো. হারুন রশীদ, সহ-সভাপতি মীরসরাই কলেজের আরিফুল ইসলাম ও বারইয়ারহাট কলেজের খোকন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক কমরআলী উচ্চ বিদ্যালয়ের মাহমুদুল হক, সহ-যুগ্ম সম্পাদক মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদরাসা রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের আনোয়ার হাছান, অর্থ সম্পাদক খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের আইনুল কবির, সহ-অর্থ সম্পাদক সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের মো. মোরশেদ, দপ্তর সম্পাদক মেহেরুননেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সাখাওয়াত হোসেন, সহ-দপ্তর সম্পাদক দুর্গাপুর এন সি উচ্চ বিদ্যালয়ের টিপু সুলতান, তথ্য গবেষণা ও প্রচার বিষয়ক সম্পাদক মহাজনহাট ফজরুল রহমান স্কুল অ্যান্ড কলেজ এর জসিম উদ্দিন, শিক্ষা-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের আমিরুজ্জামান, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের দিলরুবা আক্তার প্রমুখ। এছাড়া তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি সদস্যবৃন্দ হলেন মীরসরাই কলেজের গোলাম ফারুক, মীরসরাই লতিফীয়া কামিল মাদরাসা নাছির উদ্দিন, মীরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বাবুল চন্দ্র নাথ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status