বিশ্বজমিন

পশ্চিমবঙ্গে বিজেপির নাটকীয় উত্থানে বিস্মিত চন্দন মিত্র

মানবজমিন ডেস্ক

২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ৩:২৮ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে বিজেপির নাটকীয় উত্থানে বিস্ময় প্রকাশ করেছেন চন্দন মিত্র। তিনি গত বছর বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। চন্দন মিত্র বলেছেন, সুস্পষ্টভাবে এটা (বিজেপির উত্থান) বিস্ময়কর। এক বছর আগেও তাদের কোথাও খুঁজে পাওয়া যেতো না। কিন্তু গত দুটি নির্বাচনে তাদের ব্যাপক বৃদ্ধি হয়েছে। তারা যদি এরপরে রাজ্যে সরকার গঠন করে তাহলে আমি বিস্মিত হবো না। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান ঘটেছে। বৃহস্পতিবার আংশিক ফল ঘোষণায় যখন বিজেপির নাটকীয় উত্থানের খবর আসতে থাকে তখন চন্দন মিত্র এ কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

পশ্চিমবঙ্গ এক সময় দীর্ঘদিন ধরে ছিল বামপন্থিদের শক্ত ঘাঁটি। তাদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের সুরক্ষিত দুর্গে পরিণত হয় পশ্চিমবঙ্গ। সেই রাজ্যে এবার দম্ভভরে নিজেদের উপস্থিতি পাকা করছে বিজেপি। এ রাজ্যে লোকসভা নির্বাচনে ৪২টি আসন আছে। এর মধ্যে ২২টির মতো আসনে এগিয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রায় ১৯ টি আসনের কাছাকাছিতে এগিয়ে আছে। আর ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস একটি আসনে এগিয়ে।  

এ নির্বাচনের ফলের বিষয়ে চন্দন মিত্র যে মন্তব্য করেছেন তা তার একান্তই ব্যক্তিগত এবং দলের বক্তব্য নয় বলে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১৪ সালে পশ্চিমবঙ্গে মাত্র ২টি আসনে জিতেছিল বিজেপি। আর তৃণমূল কংগ্রেস জিতেছিল ৩৪ আসনে। কিন্তু এবার তৃণমূলের কাছ থেকে কমপক্ষে ১৭টি আসন ছিনিয়ে এনে নিজেদের দল ভারি করছে বিজেপি। ফলে তারা এগিয়ে আছে ১৯ আসনে।  

নির্বাচনী ফল অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে বামপন্থিরা একেবারে নির্মূল হয়ে গেছে। তাদের যা অবশিষ্ট ছিল তা তৃণমূল কংগ্রেসের পরিবর্তে সমর্থন দিয়েছে বিজেপিকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status